• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    ইউনাইটেডকে বদলে দিতে চান সোলশায়ার

    ইউনাইটেডকে বদলে দিতে চান সোলশায়ার    

    হোসে মরিনহো যুগে শুধু ফলাফলই নয়, সমর্থকদের হতাশার বড় কারণ ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের খেলার ধরনও। অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলায় কম সমালোচনার মুখে পড়তে হয়নি মরিনহোকে। মরিনহোর বিদায়ের পর ওলে গানার সোলশায়ার দায়িত্ব নিয়ে আভাস দিয়েছেন বদলে যাওয়ার। সোলশায়ার বলছেন, শুধু জয় নয়, তার লক্ষ্য পুরনো ইউনাইটেডের খেলার ধরনটা ফিরিয়ে আনা।

    দায়িত্ব নিয়ে টানা চার লিগ ম্যাচে ইউনাইটেডকে জয় এনে দিয়েছেন সোলশায়ার।এই চার ম্যাচে ইউনাইটেড করেছে ১৪ গোল। চতুর্থ স্থানে থাকা চেলসির সাথে ব্যবধান কমে দাঁড়িয়েছে ছয়। নিউক্যাসেল ইউনাইটেডকে হারানোর পর সোলশায়ার বলেছিলেন, দল এভাবে খেললে সামনের সব ম্যাচই জেতা সম্ভব।

    তবে শুধু জয় নয়, খেলার ধরন দিয়েও সমর্থকদের মন ভরাতে চান সোলশায়ার, ‘ইউনাইটেড যেভাবে খেলছিল, সেটা নিয়ে অনেক কথা হয়েছে। ম্যাচের ফলাফল আমাদের হাতে নেই, কিন্তু আমরা কীভাবে খেলব সেটা তো পুরোপুরি আমাদের হাতে থাকে। তাই শুধু ম্যাচ জেতা না, পুরনো ইউনাইটেডের খেলার ধরনটা ফিরিয়ে আনাই আমার লক্ষ্য।’

    সোলশায়ার বিশ্বাস করেন, ১১ বছরে স্যার অ্যালেক্স ফার্গুসনের কাছে যা শিখেছেন, সেটা কাজে লাগাতে পারলেই বদলে যাবে ইউনাইটেড, ‘আমি নিজের ফুটবল ক্যারিয়ারে যা শিখেছি সবটুকু দিয়েই চেষ্টা করবো। আমাদের দলটা যথেষ্ট শক্তিশালী। পগবা, মার্শিয়াল, লুকাকু, র‍্যাশফোর্ডদের মত ফুটবলার আছে দলে। আমি জখন ইউনাইটেডে খেলতাম, তখনও এরকম কিছু দারুণ সদস্য ছিল দলে। আমাদের লক্ষ্য হয়া উচিত দ্রুত আক্রমণে যাওয়া। ফার্গুসন আমাদের এটাই শিখিয়েছিলেন।’

    সোলশায়ার কি পারবেন সেই ফার্গুসনের ইউনাইটেডকে ফিরিয়ে আনতে?