'ঈশ্বরই জানেন ডি ভিলিয়ার্স মিরপুরে কী করবে '
প্রথম ম্যাচের পরেই বিপিএলে আলোচনায় উইকেট। বিপিএলে মিরপুরের উইকেট নিয়ে সমালোচনা আছে অনেক দিন ধরেই, মাশরাফি-তামিমসহ বেশ কয়েকজন এ নিয়ে নিজেদের অসন্তোষও জানিয়েছিলেন। আজকের প্রথম ম্যাচে ৯৮ রান করেও রংপুর ঘাম ঝরিয়ে ছেড়েছে চিটাগং ভাইকিংস। ম্যাচ শেষে রংপুরের রবি বোপারা তাই মজা করেই বললেন, ঈশ্বরই জানেন এই উইকেটে ডি ভিলিয়ার্স কী করবেন!
বিপিএলে ১০০র রানের নিচে যে ২১টি ইনিংস আছে, তার মধ্যে ১৯টিই হয়েছে মিরপুরে। এই উইকেটে রান তোলা কতটা কঠিন, সেই সাক্ষ্যই দিচ্ছে এই পরিসংখ্যান। বোপারাও তা মনে করিয়ে দিলেন, ‘বাংলাদেশের উইকেট বিশ্বের বাকি উইকেটের চেয়ে তো একটু আলাদাই। এখানে প্রস্তুতি নেওয়ার জন্য বেশি সময় দরকার আপনার। বিশেষ করে ব্যাটসম্যানদের জন্য অপ্রস্তুত অবস্থায় এখানে ব্যাট করা খুব কঠিন। নেটের উইকেট আর মাঠের উইকেটে অনেক ব্যবধান। আগে থেকে কিছু অনুমান করাই মুশকিল।’
বোপারা অবশ্য চাইলে বলতে পারতেন, ডি ভিলিয়ার্স-গেইলকে মিস করেছে রংপুর। তবে বোপারা নিশ্চিত নন, চট্টগ্রামের ব্যাটিং উইকেটে পারলেও মিরপুরে ডি ভিলিয়ার্স কী করতে পারবেন, ‘ডি ভিলিয়ার্স- গেইলের মতো দুজন ব্যাটসম্যান থাকলে প্রতিপক্ষ তো ভয় পাবেই। ডি ভিলিয়ার্স ছয় ম্যাচ পর আসবে। আর আমর জানি সিলেট ও চট্টগ্রামের ভালো উইকেটে পরের দিকের খেলা হবে। আমাদের জন্য ভালো খবর, কারণ ও সবচেয়ে ভালো উইকেটেই ব্যাট করবে। আর চট্টগ্রামে ও সেট হয়ে গেলে, বোলারদের জন্য শুভকামনা। আর মিরপুরে কী হবে, সেটা ঈশ্বরই জানেন! ’
চট্টগ্রামের হয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা রবি ফ্রাইলিঙ্কও মনে করছেন না, এই উইকেটে ১৪০ রান আসা উচিত, ‘আমার মনে হয় না এটা ৯৯ রানের উইকেট ছিল। আমার মনে হয় ১২০-১২৫ রান এখানে ভালো স্কোর। ওরা একটু বেশিই চড়াও হতে গিয়ে গড়বড় করে ফেলেছে। রবির সঙ্গে আরেকজন থাকলে ওরা ১২৫ করতে পারত। আমার মনে হয় ওদের ৯৯ রানের নিচে আটকে রাখতে পেরে খুব ভালো কাজ করেছে আমাদের বোলাররা।’
দক্ষিণ আফ্রিকার ফ্রাইলিঙ্ক বলছেন, এখানে বোনাস পয়েন্ট বা এমন কিছু না থাকায় খুব বেশি তাড়াহুড়ো করতে চাননি তারা, ‘কাজটা যে সহজ হবে সেটা আমরাও মনে করিনি। উইকেট আরও কঠিন হয়েছে, আর শুরুতে উইকেট হারালে তো কথাই নেই। এত সময় লাগবে ভাবিনি, কিন্তু উইকেট চলে যাওয়ায় জয়টা শেষে এসেছে। আর এই টুর্নামেন্টে বোনাস পয়েন্টের কোনো নিয়ম নেই। তাই জয়টা পেলেই হলো, কখন এসেছে সেটা গুরুত্বপূর্ণ নয়।’