• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    বাসবিকে ছুঁয়ে ফেললেন সোলশায়ার

    বাসবিকে ছুঁয়ে ফেললেন সোলশায়ার    

    এফএ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে রিডিংকে ২-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এই নিয়ে অন্তবর্তীকালীন ম্যানেজার ওলে গানার সোলশায়ারের অধীনে টানা ৫ ম্যাচই জিতল রেড ডেভিলরা। ইউনাইটেডের ডাগ আউটে নতুন হয়ে আশা ম্যানেজারের টানা ৫ ম্যাচের জয়ের ঘটনা শেষ ঘটেছিল ১৯৪৬-৪৭ মৌসুমে। কিংবদন্তী স্যার ম্যাট বাসবি ইউনাইটেডের দায়িত্ব নেওয়ার পর টানা ৫ ম্যাচ জিতিয়েছিলেন দলকে। 

    ওল্ড ট্রাফোর্ডে  হুয়ান মাতা ও রোমেলু লুকাকুর গোলে রিডিংকে হারিয়েছে ম্যান ইউনাইটেড। এর আগে লিগের ৪ ম্যাচে কার্ডিফ, হাডার্সফিল্ড, বোর্নমাউথ ও নিউক্যাসেলের বিপক্ষে জয় এনে দিয়েছিলেন সোলশায়ার। ৪৫ বছর বয়সী নরওয়েজিয়ান অবশ্য এরপর আর বাসবির ভাগ্য বরণ করতে চাইবেন না। টানা ৫ ম্যাচ জয়ের পর আট ম্যাচে মাত্র একবার জিতেছিল বাসবি। এরপর ইউনাইটেডের কঠিন সপ্তাহও শুরু হচ্ছে। প্রিমিয়ার লিগে পরের ম্যাচে ইউনাইটেডের প্রতিপক্ষ টটেনহাম হটস্পার।

    এফএ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে জয় পেয়েছে টটেনহাম হটস্পারও। আগের রাতে ট্রানমিরি রোভারসে ৭-০ গোলে হারিয়েছে মাউরিসিও পচেত্তিনোর দল। স্প্যানিশ স্ট্রাইকার ফার্নান্দো ইয়োরেন্তে করেছেন হ্যাটট্রিক।