• বিপিএল ২০১৯
  • " />

     

    যে কারণে খুলনার বিপক্ষে খেলেননি গেইল

    যে কারণে খুলনার বিপক্ষে খেলেননি গেইল    

    আজ রংপুরের হয়ে ওপেনিংয়ে নামলেন রাইলি রুশো, সঙ্গী মেহেদি মারুফ। ওপেনিং জুটি টিকলো না বেশিক্ষণ, ড্রেসিংরুমে বসে সেসব দেখলেন আগেরবার রংপুরকে শিরোপা জেতানোর অন্যতম নায়ক ক্রিস গেইল। বাংলাদেশে এই ম্যাচের আগে আসলেও গেইল আজ খেলতে পারেননি উইন্ডিজ ক্রিকেট বোর্ড থেকে ঠিক সময়ে অনাপত্তিপত্র (এনওসি) না পাওয়ায়। ম্যাচশেষে আজ জানিয়েছেন রংপুর রাইডার্সের মিডিয়া ম্যানেজার। 

    অনাপত্তিপত্রের জন্য গেইলের আবেদন উইন্ডিজ বোর্ড সময়মতো হালনাগাদ করতে পারেনি তাদের সাপ্তাহিক ছুটির কারণে। আজ সন্ধ্যা ছয়টার দিকে সেটা ইস্যু হলেও ততক্ষণে শুরু হয়ে গেছে খুলনা টাইটানসের সঙ্গে রংপুরের ম্যাচ। দলের জয় তাই বাইরে বসেই দেখতে হয়েছে গেইলকে। তবে পরের ম্যাচ থেকে তাকে পাওয়া যাবে বলে আশা করছে রংপুর। 

    রংপুরে গেইল ছাড়াও বিদেশী ক্রিকেটার আছেন তার সতীর্থ ওশান থমাস, দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স ও রাইলি রুশো, ইংল্যান্ডের অ্যালেক্স হেলস, রবি বোপারা ও বেনি হাওয়েল। খুলনার সঙ্গে ম্যাচে তিন ইংলিশের সঙ্গে বিদেশী হিসেবে খেলেছেন রুশো। 

    রংপুরের পরের লড়াই ৮ জানুয়ারি, কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে।