• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    গ্রেফতার হয়েছিলেন রুনি!

    গ্রেফতার হয়েছিলেন রুনি!    

     

    সৌদি আরবে একদিনের সফর শেষে যুক্তরাষ্ট্রে ফিরছিলেন তিনি। গত মাসের ১৬ ডিসেম্বর বিমানে আসার পথে সাবেক ইংল্যান্ড অধিনায়ক ওয়েন রুনি অ্যালকোহলের সাথে মিশিয়েছিলেন ঘুমের ওষুধও। আর সেটাই বিপদ ডেকে এনেছে তাঁর। বিমানবন্দরে নামার পর গ্রেফতারও করা হয়েছিল তাঁকে!

    বিমানে ঘুমের ওষুধ খাওয়ার পর কিছুটা অসংলগ্ন আচরণ করছিলেন রুনি। বিমান থেকে নামার পর ভার্জিনিয়ার বিমানবন্দরে রুনির আচরণ সন্দেহজনক মনে হয় পুলিশের, এরপর তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে অবশ্য ছাড়া পেয়ে যান তিনি।

    রুনির মুখপাত্র ঘটনার প্রায় একমাস পর মুখ খুলেছেন, ‘বিমান যাত্রার সময় রুনি তাঁর পানীয়ের সাথে নির্দিষ্ট মাত্রার ঘুমের ওষুধ মিশিয়েছিলেন। পুলিশ তাঁকে আটক করেছিলেন, কিছুক্ষণ পরেই অবশ্য জরিমানা দিয়ে ছাড়া পেয়েছেন তিনি। ব্যাপারটা অল্পতেই শেষ হয়েছে। সবাই তাঁর সাথে যেভাবে ব্যবহার করেছে, সেটার জন্য রুনি ধন্যবাদ জানিয়েছেন।’

    মেজর সকার লিগে রুনির ক্লাব ডিসি ইউনাইটেড এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনাটা রুনির একান্ত ব্যক্তিগত বলেই তাঁরা সেটা এতদিন প্রকাশ করেননি, ‘ডিসেম্বরে রুনির গ্রেফতারের খবরটা এখন সামনে এসেছে। এটা রুনির ব্যক্তিগত ব্যাপার, ক্লাব তাঁর সাথেই আলোচনা করে সমাধান করার কথা ভেবেছে। এই ব্যাপারে আর কিছু বলা হবে না।’

    ১৬ ডিসেম্বরের গ্রেফতারের ঘটনায় রুনিকে অবশ্য খুব অল্প জরিমানাই গুণতে হয়েছে। সেদিন ২৫ ডলার ও ৪ জানুয়ারি আরও ৯১ ডলার জরিমানা দিয়েছেন রুনি। এর আগে ২০১৭ সালে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে দুই বছরের জন্য ড্রাইভিং লাইসেন্স বাতিল হয়েছিল রুনির।