বার্সায় যোগ দিলেন তোদিবো
লা লিগার শীর্ষে আছে তারা। লিওনেল মেসি, লুইস সুয়ারেজরা আছেন দারুণ ফর্মে। কিন্তু এতকিছুর পরও দলে একজন ডিফেন্ডারের অভাবটা বেশ ভুগিয়েছে বার্সেলোনাকে। ক্লেমেন্ত লংলে, থমাস ভার্মাইলেনরা নিজেদের প্রমাণ করতে পারেননি। ইনজুরির কারণে দীর্ঘদিন ধরে মাঠের বাইরে স্যামুয়েল উমতিতি। এই জানুয়ারিতে তাই একজন ডিফেন্ডারকে দলে নিতে উঠেপড়ে লেগেছিল তারা। শেষ পর্যন্ত সফলও হয়েছে এর্নেস্তো ভালভার্দের দল। ফ্রেঞ্চ ক্লাব তুলুজ থেকে ১৯ বছর বয়সী তরুণ জাঁঁ-ক্লেয়ার তোদিবোকে দলে নিয়েছে কাতালানরা।
জানুয়ারিতে বার্সায় যোগ দিলেও এখনই নয়, বরং জুনে নতুন ক্লাবে যোগ দিবেন তিনি। গত বছরখানেক ধরেই তোদিবোকে দলে নিতে আগ্রহী ছিল জুভেন্টাস, ম্যানচেস্টার সিটির মত দলগুলো। কিন্তু শেষ পর্যন্ত বার্সাকেই বেছে নিয়েছেন তোদিবো। এই তুলুজ থেকেই রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন রাফায়েল ভারান। তার সাথে খেলায় মিল থাকায় এবং দুজনই ফরাসী হওয়ায় 'নতুন ভারান' ট্যাগটাও জুটেছে তোদিবোর কপালে। এই মৌসুমে ফ্রেঞ্চ লিগে দুর্দান্ত খেলছেন তিনি। বিশেষ করে পিএসজির বিপক্ষে ম্যাচে নেইমারকে কড়া মার্কিংয়ে বেশ সাধুবাদও পেয়েছিলেন ফ্রেঞ্চ সংবাদমাধ্যম লেকিপ থেকে। তবে ইনজুরি কাটিয়ে উমতিতি ফিরছেন এই ফেব্রুয়ারিতেই, দলে আছেন লংলে এবং ভার্মাইলেন। তাই দলে হয়ত শুরু থেকেই সুযোগ নাও পেতে পারেন তোদিবো। তাই তোদিবোকে মূল স্কোয়াডে রাখা হবে না ধারে পাঠানো হবে অন্য ক্লাবে- এর সিদ্ধান্ত আগামী গ্রীষ্মেই নেবে বার্সা, জানিয়েছেন প্রেসিডেন্ট জোসেপ বার্তোমেউ।