'টি-টোয়েন্টি মানেই শুধু ছয় মারা নয়'
বিপিএলে দর্শকের সংখ্যা যেমন কমছে, তেমনি পাল্লা দিয়ে কমছে চার ছয়। আজ যেমন রাজশাহী-খুলনার লো স্কোরিং ম্যাচে সাকুল্যে ছয় হয়েছে তিনটি। তবে এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার মতো কিছু দেখছেন না খুলনা টাইটান্স কোচ মাহেলা জয়াবর্ধনে। বলছেন, টি-টোয়েন্টি ক্রিকেট মানেই ছয় মারা নয়।
মাহেলার দলের সময়টা অবশ্য ভালো যাচ্ছে না বিপিএলে। প্রথম ম্যাচে লড়াই করে হারলেও পরের দুই ম্যাচে মোটামুটি বড় ব্যবধানেই হারতে হয়েছে তাদের। তবে শুধু খুলনা কেন, অন্য দলগুলোর ম্যাচেও দর্শক হচ্ছে না। চার-ছয় কমে যাওয়াই কি বড় কারণ? মাহেলার ধারণা অন্যরকম, ‘আপনি যদি মনে করেন টি-টোয়েন্টি ক্রিকেট মানেই ব্যাটসম্যানরা শুধু ছয় মারবে তাহলে ধারণাটা ভুল। ক্রিকেট হচ্ছে চ্যালেঞ্জের মতো। আজ যেমন আমাদের যেমন কঠিন উইকেটে ব্যাট করতে হয়েছে, আর ২০ রান করতে পারলেই পরিস্থিতিটা অন্যরকম হতে পারত। ছয় মানেই শুধু সবকিছু নয়। আপনি যদি দেখেন ব্যাটসম্যানরা ছয়ের পর ছয় মারছে, তাহলে তো খেলাটা একঘেয়ে হয়ে যাবে। বোলারদের জন্যও কিছু থাকতে হবে। দুই দিকেই যদি প্রতিদ্বন্দ্বিতা হয়, তাহলে আমার মনে হয় ব্যাপারটা ভালো।’
তবে মাহেলার চিন্তা আপাতত অন্য জায়গায়। গত বার শীর্ষ চারের মধ্যে থাকলেও খুলনা এবার প্রথম তিন ম্যাচেই একটু কোণঠাসা। পরের ম্যাচটা একরকম বাঁচা মরার লড়াই-ই হয়ে গেছে। সেজন্য মাহেলা দুর্ভাগ্যকেও দায়ী করলেন কিছুটা, ‘আমাদের দলটা নতুন। আমরা ভেবেছিলাম আমাদের টিম কম্বিনেশনটা ভালোই হয়েছে। এরপর আলী খান ইনজুরড হয়ে যায়, এখন তার বিপিএলই শেষ হয়ে গেছে। লাসিথ মালিঙ্গা ও ইয়াসির শাহ অবশ্য শিগগির যোগ দেবে। তারা আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। আমরা এমন একটা কম্বিনেশন করতে চাই, যেটা আমাদের স্থানীয় খেলোয়াড়দের জন্যও কাজে দেবে। কার্লোসও প্রথম ম্যাচে চোট পেয়ে যায়, আমরা ভয় পাচ্ছিলাম ওরো টুর্নামেন্ট শেষ হয়ে যেতে পারে। সেজন্য আমরা ওকে দুই ম্যাচ বিশ্রাম দিয়েছি। আমাদের জন্য পরিস্থিতিটা আদর্শ নয়, তবে এসব দিক সামলাতে হবে আমাদের। আমি কোনো অজুহাত দিচ্ছি না, তবে আমাদের আরও ভালো করার ক্ষমতা আছে। এখন পর্যন্ত আমরা নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারিনি। ’
মাহমুদউল্লাহ নিজেও নামের প্রতি সুবিচার করতে পারছেন না। তিন ম্যাচে সর্বোচ্চ রান ২৪, আজও আউট হয়ে গেছেন ১১ রান করে। মাহেলা অবশ্য তাঁর ফর্ম নিয়ে উদ্বিগ্ন নন, ‘ও খুবই ভালো ও প্রতিভাবান একজন খেলোয়াড়। এক দুইটি ইনিংস দিয়ে তো আর ওর সামর্থ্য কমে যাবে না। আমি নিশ্চিত ও রান করবে। তাই এই ব্যাপারে আমি খুব বেশি ভাবছি না।’