• ফ্রেঞ্চ লিগ ওয়ান
  • " />

     

    পাঁচ বছর পর লিগ কাপ থেকে পিএসজির বিদায়

    পাঁচ বছর পর লিগ কাপ থেকে পিএসজির বিদায়    

     

    ৬১ মিনিটে পেনাল্টি মিস করেছিলেন তিনি। ৯৪ মিনিটে সেই হতাশা ঝেড়ে ফেলে আবার পেনাল্টি নিতে আসলেন গুইনগাম্পের মার্কাস থুরাম। ৯৩ মিনিটে থুরামের নেওয়ার পেনাল্টিটা প্রায় ঠেকিয়েই দিয়েছিলেন আরেওলা। শেষ পর্যন্ত তার হাতে লেগেই বল জালে জড়ায়, উল্লাসে ভাসে পুরো গুইনগাম্প ডাগআউট। অন্যদিকে পিএসজি শিবিরের কেউ যেন বিশ্বাসই করতে পারছেন না ব্যাপারটা! নেইমারের গোলে এগিয়ে গিয়েও ফ্রেঞ্চ লিগ কাপের কোয়ার্টার ফাইনালে গুইনগাম্পের কাছে ২-১ গোলে হেরে বিদায় নিয়েছে গত পাঁচবারের চ্যাম্পিয়নরা।

    শেষবার ফ্রেঞ্চ লিগ কাপে পিএসজিকে হারের স্বাদ পেতে হয়েছিল ২০১৪ সালের জানুয়ারিতে। সেবার মঁপিলিয়েরের কাছে হেরে রাউন্ড অফ ৩২ থেকেই বাদ পড়েছিল তারা। এরপর টানা পাঁচ মৌসুমেই শিরোপা জিতেছে পিএসজি। এবারও দুর্বার গতিতেই এগুচ্ছিল তারা। গুইনগাম্পের বিপক্ষে জিতে সেমিতে পৌঁছে যাবে পিএসজি, সম্ভাব্য ফলাফল ধরা হচ্ছিল এমনটাই।

    তিন মিনিটে কিলিয়ান এমবাপ্পের শট পোস্ট ঘেঁষে চলে যায়। এছাড়া প্রথমার্ধে কোনো গোলের সুযোগ তৈরি করতে পারেনি কোনো দলই। দ্বিতীয়ার্ধের ৬১ ইনিতে পেনাল্টি পায় গুইনগাম্প, সেই পেনাল্টি থেকে গোল করতে পারেননি থুরাম। ৬২ মিনিটে নেইমারের দারুণ এক হেডে এগিয়ে যায় পিএসজি। থমাস মুনিয়েরের দারুণ এক ক্রসে বল জালে জড়ান নেইমার।

    নেইমারের গোলের চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করতে পারতেন এডিসন কাভানি। গোলপোস্টের সামনে দাড়িয়েও তার শট লক্ষ্যভ্রষ্ট হয়। ৮১ মিনিটে আবার পেনাল্টি পায় গুইনগাম্প। ঠান্ডা মাথায় গোল করে ম্যাচে সমতা ফেরান ইয়েনি জিবাকোতো। নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার কয়েক সেকেন্ড আগে ম্যাচের তৃতীয় পেনাল্টি পায় গুইনগাম্প। এবার পেনাল্টি নিতে আসেন ৬১ মিনিটে মিস করা থুরাম। তবে প্রথমবারের মতো এবার হতাশ করেননি, ডান পায়ের বুদ্ধিদীপ্ত শটে দলকে এনে দেন অবিশ্বাস্য এক জয়।

    ২০১৪ সালের জানুয়ারির পর লিগ কাপে ৪৯ ম্যাচ অপরাজিত ছিল পিএসজি। টানা ষষ্ঠ লিগ কাপ জেতার পাশাপাশি থামল পিএসজির দুর্দান্ত এই জয়যাত্রাও।