বার্সায় ফিরছেন নেইমার, চেলসিতে যাচ্ছেন হিগুয়াইন?
বার্সেলোনাতেই ইউরোপিয়ান ফুটবলে হাতেখড়ি হয়েছিল নেইমারের। ২০১৭-তে ২২২ মিলিয়ন ইউরোর বিশ্বরেকর্ড গড়ে প্যারিস সেইন্ট জার্মেইতে পাড়ি জমিয়েছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। কিন্তু ফ্রান্সে নিজেকে যে উচ্চতায় নিয়ে যেতে চেয়েছিলেন, সেই প্রত্যাশা ঠিক পূরণ করতে পারেননি তিনি। আরেক ফরোয়ার্ড কিলিয়ান এম্বাপ্পের ছায়াতেও ঢাকা পড়ে যেতে হয়েছে বেশ কয়েকবার। নেইমার পিএসজি ছাড়তে চান- এমন গুঞ্জন ডালপালা ছড়াচ্ছিল গত মৌসুম থেকেই। ক্রিশ্চিয়ানো রোনালদোর উত্তরসূরি হিসেবে নেইমারকেই পছন্দ রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের, শোনা যাচ্ছিল এমনটাও। কিন্তু স্প্যানিশ সংবাদপত্র এএস বলছে অন্য কথা। রিয়াল নয়, বার্সাতেই ফিরে আসার সম্ভাবনা নাকি বেশি নেইমারের। লিওনেল মেসি, আর্থার মেলো, ইভান রাকিটিচরা তো প্রকাশ্যেই নেইমারকে ফিরে আসার আহবান জানিয়েছেন। সেই সাথে ফিলিপ কুতিনিয়োর বার্সা ছাড়ার খবরও চাউর হচ্ছে বেশ। দুই দুইয়ে চার মিলিয়ে এএস বলছে, কুতিনিয়োকে বিক্রি করে সেই ট্রান্সফার ফি নেইমারকে ফেরত আনার কাজে লাগাবে বার্সা। পিএসজির সাথে চুক্তিতে কোনও 'রিলিজ ক্লজ' না থাকায় এবং নেইমারের নিজেরও ফিরে আসার ইচ্ছা পোষণ- সব মিলিয়ে হয়ত আরও একবার ট্রান্সফারের বিশ্বরেকর্ড ভাঙতে পারে সামনেই।
বার্সার মতো ফরোয়ার্ড লাইনে পরিবর্তন আনার কথা ভাবছে চেলসিও। ডিয়েগো কস্তা অ্যাটলেটিকো মাদ্রিদে ফিরে যাওয়ার পর আলভারো মোরাতা, অলিভিয়ের জিরুদের দলে আনা হলেও নিজেদের সেভাবে প্রতিষ্ঠিত করতে পারেননি কেউই। মরিজিও সারির অধীনে মৌসুমের শুরুটা দারুণ হলেও মাঝপথে এসে একজন 'নাম্বার নাইন'-এর অভাবটা বেশ ভোগাচ্ছে 'ব্লুজ'দের। স্বভাবতই স্ট্রাইকার কিনতে মরিয়া চেলসি। সবচেয়ে বেশি শোনা যাচ্ছিল সাবেক রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার গঞ্জালো হিগুয়াইনের নামটা। তবে এখন 'এল পিপিতা'র স্ট্যামফোর্ড ব্রিজে পাড়ি জমানোটা সময়ের ব্যাপার বলেই মনে হচ্ছে। আজ বৃহস্পতিবার লন্ডনে এসেছেন হিগুয়াইনের সহোদর এবং এজেন্ট নিকোলাস হিগুয়াইন। চেলসির সাথে চুক্তিটা পাকা করতেই এসেছেন নিকোলাস- শোনা যাচ্ছে এমনটা। এসি মিলানে সময়টা দুর্বিষহ কেটেছে তার। সেজন্য হিগুয়াইন নিজেও সান সিরো ছাড়তে মরিয়া। সেই সাথে মোরাতার ধারে সেভিয়া যাওয়ার গুঞ্জন মিলিয়ে এই জানুয়ারিতেই স্ট্যামফোর্ড ব্রিজে দেখা যেতে পারে আর্জেন্টাইন স্ট্রাইকারকে।
হিগুয়াইন যেমন ইতালি ছেড়ে আসছেন ইংল্যান্ডে, ওদিকে আর্সেনাল ছেড়ে ওয়েলশ মিডফিল্ডার অ্যারন রামসির ইতালির পাড়ি জমানোটাও মনে হচ্ছে সময়ের ব্যাপার। ইংলিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের মতে, জুভেন্টাসের সাথে চুক্তি সই করে ফেলেছেন রামসি। এই মৌসুম শেষেই 'ফ্রি এজেন্ট' হিসেবে তাকে দলে নেবে 'তুরিনের বুড়ি'রা। সপ্তাহে ১ লাখ ৪০ হাজার পাউন্ড পাবেন রামসি, যা রোনালদোর পর জুভেন্টাসে দ্বিতীয় সর্বোচ্চ। এমনকি পাউলো দিবালা, ডগলাস কস্তাদের থেকেও বেশি বেতন পাবেন তিনি।
রামসির শূন্যস্থান পূরণ করতে এফসি পোর্তোর অধিনায়ক হেক্টর হেরেরার দিকে নজর পড়েছে আর্সেনালের। মৌসুম শেষে মেক্সিকান মিডফিল্ডারের জন্য বিড করতে পারে গানাররা- এমন আভাসই দিয়েছে ডেইলি মেইল। পোর্তোর সাথে এই গ্রীষ্মে চুক্তি শেষ হয়ে আসলেও এখনও সেটা নবায়ন করেননি হেরেরা। সেক্ষেত্রে 'ফ্রি এজেন্ট' হিসেবেই এমিরেটসে দেখা যেতে পারে তাকে।
চেলসি, আর্সেনালের মত দল সাজাতে ব্যস্ত ম্যানচেস্টার ইউনাইটেডও। আক্রমণে মার্কাস রাশফোর্ড, অ্যান্থনি মার্শিয়াল, পল পগবারা ফর্মে ফিরেছেন আগেই। তাই দীর্ঘদিনের সমস্যা সেই ডিফেন্স নিয়েই ভাবছে ওলে গানার সোলশায়ারের দল। রোমার গ্রিক ডিফেন্ডার কস্তাস মানোলাসকে দলে নিতে যাচ্ছে রেড ডেভিলরা, জানিয়েছে স্কাই ইতালিয়া। ৩০.৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে এই সপ্তাহেই রোমার সাথে সেই চুক্তি সেরে ফেলতে পারে ইউনাইটেড।