• বিপিএল ২০১৯
  • " />

     

    সন্তানদের জন্য ক্রিকেট থেকে নির্বাসনে ক্রেমার

    সন্তানদের জন্য ক্রিকেট থেকে নির্বাসনে ক্রেমার    

    হাঁটুর চোটে প্রায় চার মাসের মতো মাঠের বাইরে ছিলেন। এরপর ফিট হয়ে ফিরলেন, কিন্তু এবার নিজেই অনির্দিষ্টকালের জন্য বিরতি নিচ্ছেন ক্রিকেট থেকে। জিম্বাবুয়ের অধিনায়ক গ্রায়েম ক্রেমারের সেই কারণটা একটু অন্যরকম। সন্তানদের দেখভাল করার জন্য সময় বেশি দিতে হবে বলেই আপাতত ২২ গজকে বিদায় জানিয়েছেন।

    ক্রিকেটারদের অনেকটা সময় পরিবারের বাইরে কাটাতে হয় বলে অবসরের পর অনেকেই জড়াতে চান না পুর্ণকালীন কোচিংয়ে। ক্রেমারের সমস্যাটা আরও একটু বেশি। স্ত্রী পাইলট, অনেকটা সময় থাকতে হয় বিমানে। দুবাইতেই তাঁর কর্মস্থল, এখন ক্রেমার সন্তানদের নিয়ে চলে এসেছেন সেখানে। কিন্তু আপাতত সন্তানদের দেখভাল করার জন্য পুরোপুরি বাসাতেই থাকবেন। ক্রেমার অবশ্য বলছেন বিরতিটা সাময়িক, কিন্তু নিজেও নিশ্চিত নন কবে ফিরবেন, ‘আমার স্ত্রী আকাশে অনেকটা সময় থাকার কারণে এখন আমি ফুলটাইম বাবা। নতুন পরিবেশে সন্তানদের দেখাশোনার কাজটা আমিই করছি। আশা করছি বিরতিটা সাময়িক, আমি শিগগির ক্রিকেটে ফিরতে পারব। কিন্তু সেটা কবে, এই মুহূর্তে বলার উপায় নেই। আপাতত আমার শুধু এটুকুই বলার আছে। তবে আমি যতদিন দূরে আছি, জিম্বাবুয়ে ক্রিকেটের জন্য আমার পুরোপুরি শুভকামনা রইল।’

    চোটের জন্য বাংলাদেশ সফরেও ছিলেন না ক্রেমার, তার আগে খেলেননি দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও। জিম্বাবুয়ের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক গিভমোর ম্যাকোনি ক্রেমারের এই স্বেচ্ছানির্বাসনকে বড় একটা আঘাত হিসেবেই দেখছেন, ‘তোমার উইকেট, সংখ্যা, ক্যারিয়ার সবকিছুই বলছে জিম্বাবুয়ের ক্রিকেট তোমাকে নিয়ে গর্বিত। আশা করি, খুব শিগগির জাতীয় দলের হয়ে তোমাকে দেখতে পাব। তার আগ পর্যন্ত তোমার ও পরিবারের জন্য শুভকামনা রইল।’

    ২০০৫ সালে অভিষেকের পর এখন পর্যন্ত ২১১টি আন্তর্জাতিক উইকেট পেয়েছেন ক্রেমার।