• সিরি আ
  • " />

     

    বর্ণবাদী মন্তব্যে ম্যাচ বয়কট করবে জুভেন্টাসও: আলেগ্রি

    বর্ণবাদী মন্তব্যে ম্যাচ বয়কট করবে জুভেন্টাসও: আলেগ্রি    

    কালিদু কৌলিবালিকে উদ্দেশ্য করে ইন্টার মিলানের সমর্থকদের করা বর্ণবাদী মন্তব্যে চটেছিলেন নাপোলির সবাই। কোচ কার্লো আনচেলত্তি তো বলেই দিয়েছিলেন, ভবিষ্যতে এরকম কিছু ঘটলে খেলা বয়কট করে মাঠ ছাড়বে নাপোলি। এবার নাপোলির সাথে একাত্মতা ঘোষণা করল আরেক ইতালিয়ান ক্লাব জুভেন্টাসও। জুভ কোচ মাসিমিলানো আলেগ্রি বলেছেন, বর্ণবাদী মন্তব্য শুনলে মাঠ ছাড়বেন তারাও।

    ইতালিয়ান ফুটবলে বর্ণবাদ নিয়ে সমালোচনা চলছে বহুদিন ধরেই। গত বছরের বক্সিং ডেতে ইন্টারের বিপক্ষে ম্যাচে কৌলিবালির সেই ঘটনা আগুনে ঘি ঢেলেছিল। তবে কিছুদিন আগে ইতালির মন্ত্রী মাতেও সাভিনি বলেছিলেন, ম্যাচ বয়কট করলে পরিস্থিতি ভালো না হয়ে উল্টো খারাপের দিকে যাবে।

    মন্ত্রীর এরকম মন্তব্যে একদমই খুশি হতে পারছেন না আলেগ্রি, ‘তারা তো মুখে বলেই শেষ। স্টেডিয়ামে এসব বর্ণবাদী আচরণ ঠেকানোর জন্য অনেক শক্ত পদক্ষেপ নেওয়া যায়। ইংল্যান্ডের দিকে তাকালেই বুঝবেন, যে স্টার্লিংকে কলা ছুড়ে মেরেছিল, তাকে আর কখনোই স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হবে না। ইতালিতে এরকম কিছুই করা হয় না।’

    ইতালিকে বাড়তে থাকা বর্ণবাদ নিয়ে শঙ্কিত আলেগ্রি, ‘আপনি পেনাল্টি নিতে যাচ্ছেন, এমন সময়ে যদি আপনাকে বর্ণবাদী মন্তব্য শুনতে হয়, তখন কেমন লাগবে? আপনি কি খেলায় মনোযোগ দিতে পারবেন? ইতালিতে এরকম বলার মানুষ অসংখ্য। স্টেডিয়ামে তাদের আটকানোর কেউ নেই। এটা ইতালিয়ান ফুটবলের জন্য মোটেও ভালো না।’

    নাপোলির পর বর্ণবাদ নিয়ে শক্ত প্রতিবাদ জানাল জুভেন্টাসও। তবে তাদের প্রতিবাদে বর্ণবাদ কমে কিনা, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।