• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    সালাহ-ই জেতালেন লিভারপুলকে

    সালাহ-ই জেতালেন লিভারপুলকে    

    ম্যানচেস্টার সিটির বিপক্ষে শেষ ম্যাচে বেশ নিষ্প্রভই ছিলেন তিনি। লিগে প্রথম হারের অন্যতম কারণ হিসেবে মোহামেদ সালাহকেও দায়ী করেছিলেন অনেকে। তবে সালাহ আজ ফিরলেন সালাহ-র মতই। আবারও মিশরীয় ফরোয়ার্ডের গোলেই শেষ হাসি হাসল লিভারপুল। ১-০ গোলে ব্রাইটনকে হারিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে ইয়ুর্গেন ক্লপের দল। লিভারপুল জিতলেও ওয়েস্ট হামের কাছে একই ব্যবধানে হেরে গেছে আর্সেনাল। আজকের জয়ে ২২ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে সবার ওপরেই থাকল লিভারপুল। সমানসংখ্যক ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে গানাররা।

    জয়ের জন্য অবশ্য 'অল রেড'দের ঠিক কতটা ঘাম ঝড়াতে হয়েছে, বোঝা যায় স্কোরবোর্ড দেখেই। পূর্ণশক্তির দল নামালেও ম্যাচের শুরু থেকে ক্রিস হিউটনের ব্রাইটনের বিপক্ষে একেবারেই সুবিধা করতে পারছিল না লিভারপুল। প্রথমার্ধে 'বাস পার্ক' ট্যাকটিক্সে সালাহ-মানেদের দারুণভাবে আটকে দিয়েছিল ব্রাইটন। সালাহ নিজেও সুবিধা করতে পারেননি তেমন। মানে-ফিরমিনোর সাথে 'ওয়ান টু' গুলোও হচ্ছিল না ঠিকঠাক। ব্রাইটনের ডিফেন্ডারদের একাধিক ফাউলের শিকারও হতে হয়েছে তাকে। নিজে ড্রিবল করেও ভাঙ্গতে পারেননি ব্রাইটনের রক্ষণভাগ। প্রথমার্ধের ৩০ মিনিটে লিভারপুলের গোলের প্রথম সুযোগটা পেয়েছিলেন তিনিই। কিন্তু সালাহর জোরাল শট দক্ষহাতে ফরিয়ে দেন গোলরক্ষক ম্যাট রায়ান। প্রথমার্ধের বাকিটা সময় আর তেমন কোনও আক্রমণই গড়তে পারেনি তারা।

     

     

    ভাল না খেললেও এই মৌসুমে জয় বের করে আনাতে বেশ দক্ষতা দেখিয়েছে লিভারপুল। দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে আবারও প্রমাণিত হল তা। সেই সালাহকেই আটকাতে গিয়ে ডিবক্সে ফেলে দিলেন ব্রাইটনের প্যাস্কেল গ্রস, পেনাল্টি পেল লিভারপুল। ১২ গজ থেকে রায়ানকে পরাস্ত করলেন সালাহ। প্রায় ঘণ্টাখানেক প্রিমিয়ার লিগের সেরা ফরোয়ার্ড লাইনকে আটকে রেখেও পিছিয়ে পড়ল ব্রাইটন। এরপর থেকে ম্যাচের দখল নিজেদের করে নেয় ক্লপের দল। বাকিটা সময় প্রতি-আক্রমণে খেলা লিভারপুল সুযোগ পেয়েছিল বেশ, কিন্তু সালাহরা সুযোগ কাজে লাগাতে পারেননি। ব্রাইটনও তেমন আক্রমণ গড়তে পারেনি। শেষ পর্যন্ত সালাহতেই তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল 'অল রেড'রা।

     

     

    ওয়েস্ট হামের বোলিন গ্রাউন্ডে প্রথমার্ধে দারুণ খেলেছিল আর্সেনাল। কিন্তু বাঁধা হয়ে দাঁড়ান সাবেক আর্সেনাল গোলরক্ষক লুকাস ফাবিয়ান্সকি। শুধু প্রথমার্ধেই অন্তত তিনটি নিশ্চিত গোল বাঁচিয়েছিলেন ওয়েস্ট হাম গোলরক্ষক। ফাবিয়ান্সকির দক্ষতার মানও রেখেছে 'হ্যামার'রা। দ্বিতীয়ার্ধের ৪৮ মিনিটে তরুণ মিডফিল্ডার ডেকলান রাইসের দুর্দান্ত বাঁকানো শটে পরাস্ত হন গানার গোলরক্ষক বার্নড লেনো। ম্যাচের বাকিটা সময় ম্যানুয়েল পেলেগ্রিনির দলের রক্ষণভাগ আর ভেদ করা হয়নি অবামেয়াং-লাকাজেতরা। শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে উনাই এমেরির দলকে। আগামীকাল টটেনহামকে হারিয়ে দিলে আর্সেনালের সমান ৪১ পয়েন্ট হবে ম্যানচেস্টার ইউনাইটেডের।