সোলশায়ারের অধীনে আমি 'স্বাধীন': পগবা
হোসে মরিনহোর অধীনে নিজের ছায়া হয়ে ছিলে মৌসুমজুড়েই। এক পর্যায়ে গুঞ্জন উঠেছিল, মরিনহোর সাথে দ্বন্দ্বের কারণে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে পারেন পল পগবা। শেষ পর্যন্ত পগবা নয়, ইউনাইটেড থেকে সরে যেতে হয়েছে মরিনহোকেই। নতুন কোচ ওলে গানার সোলশায়ারের অধীনে দেখা যাচ্ছে ‘নতুন’ পগবাকেই। কাল টটেনহামের বিপক্ষে জয়ের পর পগবা জানালেন, সোলশায়ারের অধীনে তিনি অনেক বেশি স্বাধীনভাবে খেলার সুযোগ পাচ্ছেন।
বিদায়ের আগে মরিনহো তাঁর শেষ তিন লিগ ম্যাচে বসিয়ে রেখেছিলেন পগবাকে। এর আগেও অনেক ম্যাচ বেঞ্চে বসে কাটিয়ে দিয়েছেন তিনি। সোলশায়ার এসেই পগবাকে একাদশে নিয়েছেন। পগবাও তাকে হতাশ করেননি, মরিনহোর দলে অনেকটাই ব্রাত্য পগবা এরই মাঝে করেছেন চার অ্যাসিস্ট। কালও তাঁর বাড়ান বলেই ম্যাচের একমাত্র গোল পান মার্কাস র্যাশফোর্ড।
সোলশায়ারের অধীনে এত ভালো পারফরম্যান্সের পেছনে রহস্যটা কি? পগবা জানালেন সেটার কারণ, ‘আমি আগের চেয়ে একটু সামনে খেলি। সোলশায়ার আমাকে এটা করার পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। দলের তিন ফরোয়ার্ডের সাথে আমিও অনেকটা ফরোয়ার্ডের মতো খেলছি। গত কয়েক মাসের অনেকটা সময় আমাকে বেঞ্চে কাটাতে হয়েছে। একজন ফুটবলার কখনোই এটা মেনে নিতে পারেন না। এখন নিয়মিত মাঠে নামছি, এজন্য পারফরম্যান্সটাও ভালো হচ্ছে প্রতিনিয়ত। আর জয়টাও আসছে বলে আমরা সবাই খুশি।’
টটেনহামের বিপক্ষে জয়ের পর সোলশায়ারের স্থায়ী হওয়ার সম্ভাবনা বেড়ে গেছে অনেক। পগবাও চান সোলশায়ারই কোচ থাকুক, ‘২০০৮ সালে একাডেমীতে রিজার্ভ দলের কোচের কাজ করার সময় থেকে আমি তাকে চিনি। তিনি নিজেও ইউনাইটেডের ফুটবলার ছিলেন, এজন্যই হয়ত আমাদের মানসিকতা ভালোভাবে বোঝেন। অল্প সময়ের মাঝেই তিনি দারুণ সাফল্য পেয়েছেন। এখনো মৌসুমের অনেকটা পথ বাকি। আশা করি সামনে দিনগুলোতেও সবকিছু ভালোই যাবে এখনকার মতো।'
পগবার আশা পূর্ণ হয় কিনা, সেটা জানা যাবে এই মৌসুমের শেষেই।