"এমবাপ্পেই ভবিষ্যতের পেলে"
অনেক আগে থেকেই তাঁর তুলনা ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের সাথে। ফ্রান্সের হয়ে মাত্র ১৯ বছর বয়সেই বিশ্বকাপ জেতার পর কিলিয়ান এমবাপ্পের সাথে পেলের তুলনাটা যেন আরও বেশিবার উচ্চারিত হয়েছে। এবার স্বয়ং পেলেই বললেই, এমবাপ্পেই হতে পারেন ভবিষ্যতের পেলে!
১৯৫৮ সালে তরুণ পেলে যেভাবে ব্রাজিলকে বিশ্বকাপ জেতাতে সাহায্য করেছিলেন, ২০১৮ সালে ফ্রান্সের জয়েও এমবাপ্পেও রেখেছেন একই ভূমিকা। পেলের মতো নিজের প্রথম বিশ্বকাপের ফাইনালেও এমবাপ্পে গোল পেয়েছেন, হয়েছেন টুর্নামেন্টের সেরা উদীয়মান ফুটবলার।
এমবাপ্পের খেলায় মুগ্ধ পেলে, ‘আগের মৌসুমেও আমি বলেছিলাম সে দারুণ একজন ফুটবলার। অনেকে দুই-তিন বছর আগেই নেইমারের সাথে তাঁর তুলনা করা শুরু করেছিল। এমবাপ্পে তো ১৯ বছর বয়সেই বিশ্বকাপ জিতল, আমি ১৭ বছরে জিতেছিলাম। সে প্রতিনিয়তই নিজের খেলাকে অন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে।’
এমবাপ্পের মাঝেই নিজের ছায়া দেখছেন পেলে, ‘তাঁর সাথে আমার দেখা হয়েছিল, তাঁকে বলেছিলাম, ‘আরে তুমি তো আমাকে প্রায় ছুঁয়ে ফেললে বিশ্বকাপ জিতে!’। আমার মনে হয় সেই ভবিষ্যতের পেলে। হয়ত অনেকে ভাববেন আমি মজা করছি, কিন্তু এটা বাস্তবতা। সে যদি আরেকটা বিশ্বকাপ জেতে তাহলে আমার চেয়ে বেশি খুশি আর কেউ হবে না।’
পেলে সব মিলিয়ে জিতেছিলেন তিনটি বিশ্বকাপ। এমবাপ্পে কি ক্যারিয়ার শেষে তাকে ছুঁতে পারবেন?