জুভেন্টাসে গিয়ে রোনালদো কোনো 'চ্যালেঞ্জ' নেননি: ইব্রা
বিতর্কিত মন্তব্যের জন্য বরাবরই খবরের শিরোনাম হয়েছেন তিনি। অন্য ফুটবলার কিংবা কোচকে একটুও ছেড়ে কথা বলতে রাজি নন জ্লাতান ইব্রাহিমবভিচ। এবার ক্রিশ্চিয়ানো রোনালদোকে খোঁচা মেরে ইব্রা বলছেন, জুভেন্টাসে এসে রোনালদো কোনো 'চ্যালেঞ্জই' নেননি!
এই মৌসুমেই রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে এসেছেন রোনালদো। জুভেন্টাসের হয়ে ২৫ ম্যাচে এখন পর্যন্ত ১৫ গোল করেছেন সিআর সেভেন। জুভেন্টাসে আসার পর লিওনেল মেসিকে রোনালদো বলেছিলেন, বার্সেলোনা ও লা লিগা ছেড়ে সিরি আতে এসে তাঁর ‘চ্যালেঞ্জ’ নেওয়া উচিত।
রোনালদোর এই মন্তব্যের জবাব মেসি না দিলেও দিয়েছেন ইব্রা। ইব্রা বলছেন, জুভেন্টাসে গিয়ে তেমন কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়নি রোনালদোকে, ‘রোনালদো নতুন চ্যালেঞ্জ নেওয়ার কথা বলছেন। কিন্তু তিনি গেছেন এমন একটা ক্লাবে যারা হেসেখেলেই সিরি আ জিতছে! কয়েক বছর আগে তিনি দ্বিতীয় বিভাগে খেলা কোনো ক্লাবে যাননি কেনো? দ্বিতীয় বিভাগের দলে গিয়ে তাদের চ্যাম্পিয়ন করানোই আসল চ্যালেঞ্জ। জুভেন্টাসে যাওয়া কোনো চ্যালেঞ্জের পর্যায়েই পড়ে না!’
রোনালদো নিশ্চয়ই ইব্রার কথাটা শুনেছেন!