• বিপিএল ২০১৯
  • " />

     

    ওয়ার্নার যখন ডানহাতি!

    ওয়ার্নার যখন ডানহাতি!    

    ‘সব্যসাচী’ বোলার হিসেবে সাড়া ফেলে দিয়েছিলেন শ্রীলঙ্কান স্পিনার কামিন্দু মেন্ডিস। এবার ‘সব্যসাচী’ ব্যাটসম্যান হয়ে গেলেন ডেভিড ওয়ার্নার। বাঁহাতি ব্যাটসম্যান বনে গেলেন ডানহাতিতে। এরপর করলেন রিভার্স সুইপ। মানে স্বাভাবিক অবস্থায় ওয়ার্নারের জন্য যেটা অর্থোডক্স সুইপ, সেটাই। জটিল এই হিসাবটা আজ মিলিয়েছেন সিলেট সিক্সার্সের অধিনায়ক। বিপিএলে রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচে এই কান্ড ঘটিয়েছেন তিনি। 

    ১৯তম ওভারের শেষ ৩ বল ওয়ার্নার ব্যাটিং করেছেন ডানহাতি ব্যাটসম্যানের গার্ড নিয়ে। সে ওভারের প্রথম বলে ডাবলস নিলেও পরের দুই বল দিতে হলো ডট। এর মাঝে তৃতীয় বলটা সুইপ করতে গিয়েছিলেন, তাকে অনুসরণ করে গেইল করেছেন লেগস্টাম্পের বাইরে, যেটা ব্যাটে-বলে করতে পারেননি ওয়ার্নার। এরপরই লেগসাইড (তখন পর্যন্ত সেটা লেগসাইডই ছিল) এর ফিল্ডার গুণে আম্পায়ারকে জানালেন। এরপর মিডলস্টাম্পে করে গেইলের বলটা বোলারস ব্যাকড্রাইভে মারলেন ছয়। সে ছয় দিয়ে ফিফটিও হয়ে গেল তার! 

     

     

    পরের বলেও ওয়ার্নার রয়ে গেলেন ডানহাতিই। গেইলের লাইনটা একই থাকলো, ওয়ার্নার এবার করলেন প্যাডল সুইপ- স্কয়ার দিয়ে চার। পরের বলে ওয়ার্নার সুইপই করলেন, তবে রিভার্স। সেটিও হলো চারই। ডানহাতি ওয়ার্নার ৩ বল খেলে করলেন ১৪ রান, স্ট্রাইক রেট প্রায় ৪০০.৬৭! সিলেট অধিনায়ক শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৩৬ বলে ৬১ রান করে। 

    ওয়ার্নারের কাছে ডানহাতে ব্যাটিং অবশ্য একেবারে নতুন নয়। ১৩ বছর বয়সে সিডনি কোস্টাল ক্রিকেট ক্লাবের কোচ তাকে ডানহাতে ব্যাটিং করতে বলেছিলেন, তিনি বল শুধু আকাশে উড়িয়ে মারতেন বলে। এক মৌসুম পর অবশ্য ওয়ার্নার আবার বাঁহাতেই ব্যাটিং শুরু করলেন। চলছিল সেটাই। সিলেটে ডানহাতের সেই পুরোনো স্মৃতিটাই ফিরিয়ে আনলেন যেন!