ওয়ার্নার যাচ্ছেন, জেসন রয় আসছেন
ডেভিড ওয়ার্নার অস্ট্রেলিয়ায় ফিরে যাচ্ছেন, সকালেই ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছিল খবরটা। কিন্তু দিন ভর সেটা নিয়ে ছিল একধরনের বিভ্রান্তি, সিলেট সিক্সারসের পক্ষ থেকে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেও পরে বাতিল করা হয়েছে। শেষ পর্যন্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিলেট জানিয়েছে, ওয়ার্নার আর দুই ম্যাচ খেলার পরেই কনুইয়ের চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া ফিরে যাচ্ছেন। তাঁর জায়গা নিচ্ছেন ইংলিশ ব্যাটসম্যান জেসন রয়।
স্টিভ স্মিথ কনুইয়ে চোটের জন্য কুমিল্লা ভিক্টোরিয়ান্স ছেড়ে গেছেন। কাকতালীয়ভাবে ওয়ার্নারও সেই কনুইয়ের চোটেই ফিরে যাচ্ছেন। জানিয়েছেন, অস্ত্রোপচারের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি এখনো, “চোট আগেই ছিলো। কনুইয়ের সন্ধিতে তরল জমেছে। ব্যথানাশক ওষুধ খেয়েছি কিন্তু, হাতের ফোলা কমছে না। তাই ক্রিকেট অস্ট্রেলিয়ার পরামর্শে দেশে ফিরছি। ডাক্তার সেখানেই দেখবেন, এরপর সিদ্ধান্ত নিবেন অস্ত্রোপচার করাতে হবে ।’
সিলেট বলছে, পুরো টুর্নামেন্ট খেলার জন্যই অনাপত্তি পত্র নিয়ে বাংলাদেশে এসেছেন ওয়ার্নার। কিন্তু চোটের জন্য এখন ফিরতে হচ্ছে মাঝপথে। তবে সিলেট পর্বের শেষ দুই ম্যাচ খেলবেন। ওয়ার্নারের জায়গা নেবেন ইংলিশ ব্যাটসম্যান জেসন রয়। এদিকে, ইমরান তাহির ফিরে যাওয়ায় তাঁর জায়গায় এসেছেন দক্ষিণ আফ্রিকান পেসার ওয়েইন পারনেল।
তবে সিলেটের অধিনায়ক ওয়ার্নার যাওয়ার পর কে থাকবে সেটা জানানো হয়নি।