• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    চেলসিকে হারিয়ে শীর্ষ চারের লড়াই জমিয়ে তুলল আর্সেনাল

    চেলসিকে হারিয়ে শীর্ষ চারের লড়াই জমিয়ে তুলল আর্সেনাল    

     

    আর্সেনালের ভরসা ছিল, খেলাটা নিজেদের মাঠে। ঘরের বাইরে যেমনই হোক, এমিরেটসে আর্সেনাল এই মৌসুমে দুর্দান্তই। তার ওপর ডার্বি ম্যাচ চেলসির সঙ্গে, হেরে গেলে আরও ফিকে হয়ে যাবে শীর্ষ চারের আশা। উনাই এমেরির দল জ্বলে উঠল ভালোভাবেই, চেলসিকে ২-০ গোলে হারিয়ে উঠে এলো শীর্ষ পাঁচে। আর চেলসি গোলের সন্ধানে আরও একবার মাথা খুঁটে মরল। তার চেয়েও বড় কথা, শীর্ষ চারের লড়াইটা আরও জমিয়ে তুলল আর্সেনাল।

    এমিরেটসে শুরুটা দারুণ হয়েছিল আর্সেনালের, এগিয়ে যেতে পারত পাঁচ মিনিটের মধ্যেই। কিন্তু লাকাজেতের ক্রসটা কীভাবে যেন গোল করতে পারলেন না অবামেয়াং। গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি স্বাগতিকদের। সেটিও এসেছে লাকাজেতের জাদুতে। ১৪ মিনিটে বেলেরিনের ক্রসটা বক্সের ভেতর খুঁজে পান লাকাজেতে। উল্টোদিক থেকে দুর্দান্ত ফার্স্ট টাচে বলটা পেছনে নিলেন, তার চেয়েও দুর্দান্ত আরেকটি টাচে একজনকে কাটালেন, আর শেষ আর সেরা টাচে ডান পায়ে ধরে কিক নিলেন। এমিরেটস দেখল প্রায় অবিশ্বাস্য একটি গোল। এই মৌসুমে লন্ডন ডার্বিতে লাকেজেতের চেয়ে বেশি গোল করেছেন শুধু অবামেয়াং। খানিক পর কসিয়েলনি পেলেন দারুণ একটি সুযোগ। এবার বাধা হয়ে দাঁড়ালেন চেলসি গোলরক্ষক কেপা। প্রায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে অবিশ্বাস্যভাবে হেডটা বাঁচিয়ে দিলেন।

     

     

    এর মধ্যে একটু গা ঝাড়া দিয়ে ওঠে চেলসি, ১৮ মিনিটে ভালো একটি সুযোগও পেয়ে যান পেদ্রো। কিন্তু ফাঁকায় পেয়েও লবটা পোস্টে রাখতে পারেনি। ৩৭ মিনিটে লাকাজেতের মতো আরেকটি মনে রাখার মতো মুহূর্তের জন্ম দিয়েই ফেলেছিলেন অবামেয়াং, কিন্তু কোলাসিনাচের ক্রসে তাঁর বাইসাইকেল কিক একটুর জন্য চলে যায় বাঁর ঘেঁষে। খানিকক্ষণের মধ্যে এগিয়ে যায় আর্সেনাল, এবার অবশ্য একটু ভাগ্যক্রমে। এবার সক্রাটিসের ক্রসটা পেনাল্টি বক্সে কীভাবে যেন ফাঁকায় পেয়ে যান কসিয়েলনি। হেড যেদিকে করতে গিয়েছিলেন, সেদিকে বল গেলে কেপা হয়তো ঠেকিয়ে দিলেন। কিন্তু মাথায় না লেগে লাগল ঘাড়ে, কেপাকে স্তম্ভিত করে বলটা অন্য পাশ দিয়ে চলে গেল জালে। ২০টি প্রিমিয়ার লিগ হলো কসিয়েলনির, আর্সেনালের আর কোনো ডিফেন্ডারের প্রিমিয়ার লিগে এত গোল নেই।

    চেলসি নিজেদের সেরা সুযোগ পায় প্রথমার্ধের শেষে। কিন্তু উইলিয়ানের ক্রস থেকে মার্কোস আলোনসোর শট বারে লেগে চলে যায় বাইরে। দ্বিতীয়ার্ধে চেলসি একটু গুছিয়ে খেলতে শুরু করে, কিন্তু গোলের পরিষ্কার সুযোগ পাচ্ছিল না। গোলে প্রথম শট নেওয়ার জন্যই অপেক্ষা করতে হয়েছে ৮২ মিনিট পর্যন্ত। তার আগে পেদ্রোর শট চলে যায় বার উঁচিয়ে, হ্যাজার্ডের দারুণ ক্রসে কেউ পা ছোঁয়াতে পারেননি। আর্সেনালও আক্রমণ করছিল, কিন্তু কোলাসিনাচ, রামসে, বেলেরিনদের চেষ্টাগুলো থেকে গোল আসেনি। বরং বেলেরিন হাঁটুতে চো্ট পেয়ে মাঠের বাইরে গিয়ে দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছেন এমেরির।

    তবে আপাতত জয়টা উদযাপনই করতে চাইবে আর্সেনাল। এই জয়ে ২৩ ম্যাচে তাদের পয়েন্ট হলো ৪৪, সমান পয়েন্ট নিয়ে গোলব্যবধানে পিছিয়ে ছয়ে ম্যান ইউনাইটেড। আর সমান ম্যাচে চেলসির পয়েন্ট ৪৭, সেরা চারের লড়াইটা তাই দারুণ জমজমাট।