'চেলসি ফুটবলারদের উজ্জীবিত করাই কঠিন!'
ম্যাচের প্রায় পুরোটা সময় জুড়েই তাঁর চোখেমুখে ছিল হতাশার ছাপ। আর্সেনালের কাছে ২-০ গোলে হারের পর নিজের ক্ষোভটা আর ধরে রাখতে পারলেন না চেলসি কোচ মাউরিসিও সারি। ম্যাচের পর সারি বলছেন, চেলসির ফুটবলারদের উজ্জীবিত করা এখন খুবই কঠিন কাজ হয়ে গেছে তাঁর জন্য!
কয়েক সপ্তাহ আগেও শীর্ষ চারে নিজেদের অবস্থানটা বেশ শক্তই ছিল চেলসি। গত মাসে উলভারহ্যাম্পটন ও লেস্টার সিটির কাছে হার ও এই বছরের শুরুতে সাউদাম্পটনের সাথে ড্রয়ে সেই অবস্থান নড়বড়ে হয়েছে। কালকের হারের পর পঞ্চম ও ষষ্ঠ স্থানে থাকা আর্সেনাল ও ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে মাত্র তিন পয়েন্ট এগিয়ে আছে চেলসি।
আর্সেনালের বিপক্ষে নিজেদের হারিয়ে খুঁজেছে চেলসি। প্রথম শট অন টার্গেট এসেছে ম্যাচের ৮২ তম মিনিটে! কিন্তু কেন এই হাল? সারি সাফ জানিয়ে দিলেন, দলকে কিছুতেই উজ্জীবিত করতে পারছেন না তিনি, ‘আমি খুব বেশি রেগে আছি। এই হার আসলে পুরোটাই আমাদের মানসিকতার জন্য। প্রতিপক্ষ আমাদের চেয়ে মানসিকভাবে অনেক শক্ত ছিল। এটা কিছুতেই মানতে পারছি না। টটেনহামের বিপক্ষে লিগ কাপের ম্যাচেও একই ব্যাপার ঘটেছে। ওই ম্যাচের পর আমি সবার সাথে কথা বলেছিলাম, ভেবেছিলাম সমস্যার সমাধান হয়েছে। কিন্তু এখন তো মনে হচ্ছে তাদের উজ্জীবিত করাটাই কঠিন! আমি হারের পর কৌশল নিয়ে আলোচনা করতে চাই, এখানে তো তাদের উজ্জীবিত করতেই সব কথা বলতে হয়।’
কৌশলগত কারণে নয়, মানসিক দুর্বলতার কারণেই হেরেছে চেলসি, মানছেন সারি, ‘আমরা হয়ত ম্যাচটা এমনিই হারতাম। সেটা কৌশলগত কারণে হতে পারত। তবে আমরা হেরেছি মানসিকতার জন্য। এটার জন্য আমি দায়ী না সেটা পুরোপুরি বলতে পারি না। ফুটবলারদের অনেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলার ব্যাপারে উদাসীন। তাদের মাঝে সেই আগ্রহটাই নেই। এটা আসলে বদলানো কঠিন।’
সারি কি পারবেন চেলসির ফুটবলারদের মানসিকতা বদলে দিতে?