মাঠে ঢুকে উদযাপনে 'লাল কার্ড' দেখলেন কোচ!
রেফারি যেকোনো সময় শেষ বাঁশি বাজাবেন। ম্যাচে তখন ৩-৩ এ সমতা। ৯৩ মিনিটে বক্সের ভেতরে বল পেয়ে ডান পায়ের দারুণ শটে হ্যাটট্রিক পূর্ণ করলেন ডিয়োগো জোতা, উলভারহ্যাম্পটন পেল জয়সূচক গোল। মাঠে ফুটবলারের উদযাপন দেখে ডাগআউটে দাঁড়ানো উলভস কোচ নুনো এসপিরিতো সান্তো নিজেকে আর ধরে রাখতে পারেননি, দৌড়ে মাঠের ভেতরে এসে ফুটবলারদের সাথে উদযাপনে মেতে ওঠেন। বাঁধভাঙ্গা এই উদযাপনের জন্য অবশ্য মূল্য দিতে হয়েছে সান্তোকে, মাঠে ঢুকে পড়ায় তাঁকে ডাগআউট থেকে সরে যাওয়ার নির্দেশ দেন রেফারি।
লেস্টার সিটির বিপক্ষে শেষ মুহূর্তে পাওয়া গোলে উচ্ছ্বাসটা একটু বেশিই ছিল সান্তোর। জোতার গোলের পরেই দৌড়াতে দৌড়াতে সাইডলাইন থেকে ঢুকে পড়েন মাঠের ভেতরে। ফুটবলারদের সাথে উদযাপন শেষে আবার ফিরে যান ডাগআউটে। এরপর খেলা শুরু হওয়ার আগেই রেফারি ক্রিস কাভানা ডাগআউটের কাছে গিয়ে সান্তোকে ডাগআউট থেকে সরে যাওয়ার নির্দেশ দেন। সান্তোও খুব একটা কথা না বাড়িয়ে সেখান থেকে সরে যান।
ম্যাচ শেষে সান্তো নিজেই বলছেন, ওই মুহূর্তে উদযাপন ছাড়া অন্য কোনো নিয়ম মাথায় ছিল না তাঁর, ‘আমি আসলে মাঠের ভেতরে প্রবেশ করতে চাইনি। কিন্তু সেটা হয়ে গেছে। আমাকে ডাগআউট থেকে বের করে দেওয়া হয়েছে, এটা রেফারির সঠিক সিদ্ধান্ত ছিল। কোচ হিসেবে আপনি তো উদযাপনের জন্য মাঠের ভেতর যেতে পারেন না!’
তবে গত মাসে এভারটনের বিপক্ষে একইভাবে গোল উদযাপন করেছিলেন লিভারপুল কোচ ইউর্গেন ক্লপ। যোগ করা সময়ে ডিভোক অরিগির গোল উদযাপন করতে মাঠের ভেতরে ঢুকে পড়েন ক্লপ। কাকতালীয়ভাবে সেই ম্যাচেও রেফারি ছিলেন এই কাভানাই। তবে উলভস কোচ সান্তোকে তিনি ডাগআউট থেকে বের করে দিলেও ক্লপের বেলায় কিন্তু সেটা করেননি। সেবার শুধু আট হাজার পাউন্ড জরিমানা দিয়েই পার পেয়েছিলেন ক্লপ।