পেলের সমালোচনায় কিছুই যায় আসে না: নেইমার
বিশ্বকাপের শুরু থেকেই নেইমারের ডাইভ দেওয়া নিয়ে কম সমালোচনা হয়নি। কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিলের বিদায়ের পর সেই সমালোচনা বেড়েছিল কয়েকগুণ। ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেও কঠিন ভাষায় নেইমারকে কিছু কথা শুনিয়ে দিয়েছিলেন। এতদিন মুখ না খুললেও পেলের ওসব কথার জবাব এবার দিয়েছেন নেইমার। নেইমার বলছেন, পেলের সমালোচনাতে তাঁর কিছুই যায় আসেনা।
কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে হেরে রাশিয়া বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল ব্রাজিল। পাঁচ ম্যাচের প্রায় প্রতিটিতেই নেইমারকে বারবার ফাউল করা হয়েছে। সেই ফাউলের পর অবশ্য মাটিতে লুটিয়ে পড়া নিয়ে নেইমারকে কম কথা শুনতে হয়নি।
বিশ্বকাপে ব্রাজিল ও নেইমারের ব্যর্থতা নিয়ে বলেছিলেন পেলেও। নেইমারকে ‘অভিনয়’ না করে খেলায় মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছিলেন তিনি। তবে তাঁর সমালোচনা কানে তুলছেন না নেইমার, ‘পেলের সমালোচনা শুনে একটা ব্যাপার মনে হয়েছে। যখন আপনি হারবেন, তখনই সমালোচনা আসবে। আমি কখনোই ‘অভিনয়’ করিনি। সবসময়ই আমাকে ফাউল করা হয়েছে। আমি নেইমার বলেই এত সমালোচনা। আমি পেলের মতামতকে সম্মান করি। কিন্তু সত্যি বলতে তাঁর এসব সমালোচনায় আমার কিছুই যায় আসে না।’
এদিকে আবারও নেইমারের পিএসজি ছাড়ার গুঞ্জন উঠেছে। বরাবরের মতো এবারও সেটা উড়িয়ে দিচ্ছেন নেইমার, ‘আমি পেশাদার ফুটবলার হওয়ার পর থেকেই আমাকে নিয়ে গুঞ্জন রটে। পিএসজিতে আসার পর সেটা আরও বেড়েছে। যদি আমি পিএসজি ছেড়ে চলে যাই, তাহলে আমি নিজেই এই ব্যাপারে কথা বলব!’