রোনালদোর পেনাল্টি মিসেও জুভেন্টাসের সহজ জয়
ক্রিশ্চিয়ানো রোনালদো পেনাল্টি মিস করছেন, এমন দৃশ্য তাঁর ক্যারিয়ারে খুব কমই চোখে পড়েছে। রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে আসার পর চারটি পেনাল্টি নিয়ে সবকয়টিতেই গোল পেয়েছেন সিআর সেভেন। সেই রোনালদোই কাল মিস করলেন পেনাল্টি। রোনালদোর পেনাল্টি মিসের রাতেও কিয়েভোকে ৩-০ গোলে হারিয়ে সিরি আর শীর্ষস্থান আরো পাকাপোক্ত করল জুভেন্টাস।
ম্যাচের প্রথম সুযোগটা পেয়েছিল কিয়েভোই। ৪ মিনিটে রিকার্ডো মেগিওরিনির শট ঠেকিয়ে দেন জুভেন্টাস গোলরক্ষক পেরিন। ১৩ মিনিটের মাথায় এগিয়ে যায় জুভেন্টাস। জুভেন্টাসকে এগিয়ে দেন ডগলাস কস্তা। পাউলো দিবালার পাসে বক্সের বাইরে বল পেয়েছিলেন কস্তা, বাঁ পায়ের দারুণ এক শট কিয়েভো কিপারকে পরাস্ত করে। ২৭ মিনিটে কস্তার পাসে পাওয়া বলে দিবালার শট বাঁচিয়ে দেন সোরেন্তিনো। ৩৩ মিনিটে রোনালদোকেও হতাশ করেন তিনি।
বিরতির ঠিক আগে জুভেন্টাসের লিড দ্বিগুণ করেন এমেরে চান, দিবালার থ্রু বলে তাঁর ডান পায়ের শট অনায়াসেই জালে জড়ায়। জুভেন্টাসের জার্সিতে এবারই প্রথম গোল পেলেন চান। বিরতির পরপরই তৃতীয় গোল পেতে পারত জুভেন্টাস। অ্যালেক্স সান্দ্রোর দারুণ এক হেড ঠেকিয়ে দেন সোরেন্তিনো। ৫১ মিনিটে বক্সের ভেতর মাতিয়া বানির হ্যান্ডবলের সুবাদে পেনাল্টি পায় জুভেন্টাস। রোনালদোর ডান পায়ের শট ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন সোরেন্তিনো। ৬৩ মিনিটে আবার দিবালার শট ঠেকিয়ে দেন সোরেন্তিনো।
দ্বিতীয়ার্ধে কিয়েভোও পেয়েছে বেশ কিছু গোলের সুযোগ। ৬৭ মিনিটে মেগিওরিনি ও ৭২ মিনিটে লুকা রোসেতিনির দারুণ দুটি শট ঠেকিয়ে দেন পেরিন। ৮২ মিনিটে রোনালদোর শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। দুই মিনিট পরেই জুভেন্টাসের হয়ে তৃতীয় গোল করেন ড্যানিয়েল রুগানি। তাঁর দারুণ হেড আর ঠেকাতে পারেননি পুরো ম্যাচেই দুর্দান্ত কিছু সেভ করা সোরেন্তিনো।
শেষ পর্যন্ত ৩-০ গোলের সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে জুভেন্টাস। এই জয়ে ২০ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে জুভেন্টাস। সমান ম্যাচে তাদের চেয়ে ৯ পয়েন্ট পেছনে থেকে দ্বিতীয় স্থানে আছে নাপোলি।