নতুন ক্লাবে যোগ দিতে গিয়ে বিমান দুর্ঘটনার শিকার আর্জেন্টাইন স্ট্রাইকার
ক্লাব রেকর্ড গড়ে এমিলিয়ানো সালার সঙ্গে চুক্তি সেরেছিল কার্ডিফ সিটি। মঙ্গলবার কার্ডিফে গিয়ে বাকি আনুষ্ঠানিকতা সারার কথা ছিল ২৮ বছর বয়সী স্ট্রাইকার এমিলিয়ানো সালার। কিন্তু আপাতত অলৌকিক কিছু না ঘটলে আর সেটা হচ্ছে না।
ফ্রান্স থেকে ইংল্যান্ডের উদ্দেশ্যে পাড়ি দেওয়ার সময় চ্যানেল আইল্যান্ডের কাছাকাছি জায়গায় রাডার থেকে নিখোঁজ হয়ে গেছে একটি পাইপার মালিবু উড়োজাহাজ। এরপর গতরাতেই শুরু হয়েছে নিখোঁজ অভিযান। প্রিমিয়ার লিগের ক্লাব কার্ডিফ সিটি বলছে, ওই উড়োজাহাজে করেই ক্লাবে আসার কথা ছিল সালার।
ফ্রান্সের এক সাংবাদিকও নিশ্চিত করেছেন ওই উড়োজাহাজে সালার থাকার কথা। সোশ্যাল মিডিয়াতে সালার অনুপস্থিতি আরও দুশ্চিন্তায় ফেলে দিয়েছে ক্লাবকে। নান্টেসকে বিদায় জানিয়ে সবশেষ পোস্ট করেছিলেন দুইদিন আগে, এরপর থেকে সোশ্যাল মিডিয়াতে বার্তা দিয়েও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না আর্জেন্টাইন স্ট্রাইকারের।
অলডার্নি কোস্টগার্ড গতরাত থেকে চলা অভিযানে গতি বাড়িয়েছে আরও। কিন্তু এখনও পর্যন্ত কোনো তথ্য দিতে পারেনি তারা। প্রাইভেট প্লেনে সালার থাকাটা প্রায় নিশ্চিত, এখন ওই প্লেনের ওপরই নির্ভর করছে সালার ভাগ্য।