তাসকিন, সাব্বিরদের আশার বাণী শোনালেন মাশরাফি
বিপিএল চলছে, তবে এর মধ্যেই একটু একটু করে কাছে আসছে নিউজিল্যান্ড সফরের সাইরেন। ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু ওয়ানডে সিরিজ, তার আগে সপ্তাহখানেকের মধ্যেই পৌঁছে যাবে একটি দল। আর বিপিএলের ফাইনাল শেষেই বাকিরা যোগ দেবেন সেখানে। ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা অনেক বারই বলেছেন, বিশ্বকাপের আগে দলে পরীক্ষা নিরীক্ষার সুযোগ কম। তবে যে কয়টি জায়গায় পরিবর্তনের সম্ভাবনা আছে, সেই জায়গাগুলোর জন্য মাশরাফির কথা শুনে আশাবাদী হতেই পারেন তাসকিন, সাব্বির, শফিউলরা।
তাসকিনের নামটাই বলতে হবে আলাদা করে। বিপিএলে অনেক ফিট হয়েছেন, ছন্দও ফিরে পেয়েছেন। ১৪ উইকেট নিয়ে আজকের আগ পর্যন্ত সাকিবের সঙ্গে সবচেয়ে বেশি উইকেটও তাঁর। আজ সকালে দেখা গেছে, সিলেট কোচ ওয়াকার ইউনিসের সঙ্গে অনেকটা সময় স্পট বোলিং নিয়ে কাজ করছেন। রংপুরের হয়ে শফিউলও ভালো করছেন। সাব্বির শুরুতে ভালো করতে না পারলেও সর্বশেষ ম্যাচে খেলেছেন ৮৫ রানের ইনিংস। মাশরাফি এই তিন জনের কথা বললেন আলাদা করে, ‘আমার মনে হয় তাসকিন ভালো করছে, শফিউল ভালো করছে। একটা ম্যাচে সাব্বির ভালো করেছে। ও যদি এখন পারফর্ম করে যেতে পারে। ওভারঅল যদি দেখেন তাহলে এমন বিগ চেঞ্জ আসার কথা না। কিছু জায়গা আছে এরা যদি ভালো করে সুযোগ থাকবে। এখন আরও তো টুর্নামেন্ট বাকি আছে।’
বিশেষ করে সাব্বিরকে নিয়ে প্রশ্ন উঠল, তাঁর মধ্যে কি ইতিবাচক পরিবর্তন দেখতে পেয়েছেন অধিনায়ক? সাব্বির অবশ্য এখনই ফিরতে পারছেন না আন্তর্জাতিক ক্রিকেটে, এই ফেব্রুয়ারি পর্যন্ত ছয় মাস নিষিদ্ধ আছেন। বোর্ড সেটি আগেভাগে উঠিয়ে না নিলে নিউজিল্যান্ড সিরিজে অন্তত ওয়ানডেতে দর্শকই হয়ে থাকার কথা সাব্বিরের। তবে মাশরাফি সামনের জন্য আশার বাণীই শোনালেন তাঁকে, ‘এখনও বলার মত কিছু বলব না। তবে শেষ ম্যাচে আমাদের সাথে সেই ইনিংসটা খেলেছে, ওকে যখন জাতীয় দলে নেয়া হয়েছি, ওর যে সামর্থ্য আছে এই টাইপের ক্রিকেট খেলতে পারার... ওর থেকে আসলে হোপ অনেক। আশা করি ও কন্টিনিউ করার।’
তবে বিশ্বকাপে আগে দলে খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই, সেটি জানিয়েই রাখলেন মাশরাফি, ‘টপ অর্ডার থেকে ছয় নম্বর পর্যন্ত দেখেন তাহলে মনে হয় না বড় কোনো পরিবর্তনের সুযোগ আছে। হয়তো এক্সট্রা বোলার, দুইজন এক্সট্রা ব্যাটসম্যান নিয়ে যাওয়ার ক্ষেত্রে ওদের নিয়ে যাওয়ার সুযোগ থাকতে পারে। এখানে এক্সট্রা ব্যাটসম্যানের ক্ষেত্রে সাব্বির আছে, মোসাদ্দেক আছে। ওদের মধ্যে যে ভালো করে তাদের চান্স বাড়বে। স্পিনারদের সুযোগ আছে। সাকিবের অল্টারনেট একটা স্পিনার যায়, অপু আছে, নাইম ভালো করছে। এমন কয়েকজন সুযোগ আছে আমার মনে হয়। যদি আপনি স্পেসিফিকলি দেখেন, কিছু কিছু জায়গায় ব্যাক আপের জন্য ফাঁকা আছে। এখন ডিপেন্ড করছে ওরা কেমন পারফর্ম করে।’