বাংলাদেশের কিরগিজ-পরীক্ষা আজ
একদিক দিয়ে বাংলাদেশ দলে আজ থেকে নতুন একটা যুগের শুরুই হচ্ছে বলা যায়। জর্ডানের কাছে হারের পরেই বিদায় নিতে হয়েছিল ডাচ কোচ লোডভিগ ডি ক্রুইফকে, এর পরেই দায়িত্ব নিয়েছিলেন ইতালিয়ান কোচ ফাবিও লোপেজ। নতুন কোচের প্রথম পরীক্ষা আজ, বিশকেকে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আজ কিরগিজস্তানের মুখোমুখি বাংলাদেশ ।
বিশ্বকাপ বাছাইয়ের দুই দলের প্রথম ম্যাচটি অবশ্য ঢাকায় হয়ে গেছে। সেটিতে বাংলাদেশ হেরে গিয়েছিল ৩-১ গোলে। কিরগিজদের মাঠে গিয়ে আজ প্রতিশোধ নেওয়ার কাজটা স্বাভাবিকভাবেই আরও অনেক কঠিন হবে। আবহাওয়াটাই সবচেয়ে বড় সমস্যা হয়ে দেখা দিতে পারে। বিশকেকের ওপর দিয়ে কাল ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছিল। আবহাওয়া পূর্বাভাস অবশ্য বাংলাদেশকে আশা দিতে পারে, আজ রাতে তাপমাত্রা সহনশীলই থাকার কথা।
সবচেয়ে বড় প্রশ্ন এখন একটিই, ফাবিও লোপেজ বাংলাদেশকে কোন কৌশলে খেলাবেন ? এমনিতে আজকের ম্যাচটা একদিক দিয়ে ইতিহাসই গড়ে ফেলছে, ২০০৫ সালের পর আজই প্রথম একাদশ থেকে বাদ পড়েছেন জাহিদ হাসান এমিলি। লোপেজ দলের খোলনলচেও অনেকটুকু বদলে ফেরার চেষ্টা করেছেন, তরুণ কয়েকজনকে সুযোগ দিচ্ছেন। নতুন কোচের ধরণের সাথে বাংলাদেশ কতটা খাপ খাইয়ে নিতে পারে সেটা মাঠেই দেখা যাবে।
কোচ ফাবিও লোপেজের অধীনে আজ প্রথমবারের মতো মাঠে নামছে বাংলাদেশ।