• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    চেলসিতেই যোগ দিলেন হিগুয়াইন

    চেলসিতেই যোগ দিলেন হিগুয়াইন    

    আলভারো মোরাতা, অলিভিয়ের জিরুদের ফর্মহীনতায় বেশ ভুগতে হয়েছে চেলসিকে। শীতকালীন দলবদলে তাই একজন বিশ্বমানের স্ট্রাইকার দলে ভেড়াতে উঠেপড়ে লেগেছিল মরিজিও সারির দল। এসি মিলানের আর্জেন্টাইন স্ট্রাইকার গঞ্জালো হিগুয়াইনের নামটাই শোনা যাচ্ছিল জোরেশোরে। শেষ পর্যন্ত সত্যি হল সেই গুঞ্জন। এসি মিলান ছেড়ে চেলসিতেই যোগ দিচ্ছেন হিগুয়াইন- নিশ্চিত করেছেন সারি।

     

     

     

     

    আগামীকাল টটেনহাম হটস্পারের সাথে ইএফএল কাপের সেমিফাইনালের দ্বিতীয় লেগের আগে সংবাদ সম্মেলনে ‘এল পিপিতা'র দলে যোগ দেওয়া নিশ্চিত করেছেন ইতালিয়ান ম্যানেজার, “আর কয়েক ঘন্টার মধ্যেই সে চেলসির সাথে সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ফেলবে। সে অসাধারণ একজন স্ট্রাইকার, বিশেষ করে ডিবক্সে তার দক্ষতা দুর্দান্ত। নাপোলিতে আমার প্রথম মৌসুমে সে দুর্দান্ত খেলেছিল। তবে শুধুমাত্র গোল করাই তার কাজ নয়। মিলানে তার ফর্ম খুব একটা ভাল ছিল না, তবে এতে তেমন কিছু যায় আসে না। আমরা আশা করছি সে শুরু থেকেই নিজের স্বরূপে পারফর্ম করতে পারবে।”

     

     

     

    চেলসিতে যোগ দেওয়া আনুষ্ঠানিক হলেও আগামীকাল স্পার্সের বিপক্ষে খেলা হচ্ছে না তার, জানিয়েছেন সারি, “ম্যাচের দিন দলে নেওয়া কাউকে সেদিনই মাঠে নামিয়ে দেওয়ার নিয়ম নেই। তবে সে আমাদের পরের ম্যাচ থেকেই খেলতে পারবে।”

    স্বদেশী ক্লাব রিভার প্লেট থেকে রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে ইউরোপ অভিযান শুরু হয়েছিল হিগুয়াইনের। ‘লস ব্লাঙ্কোস’দের হয়ে ২৬৫ ম্যাচে ১২১ গোল করেছিলেন। ২০১৩-১৪ মৌসুমে নাপোলিতে যোগ দেন তিনি। নাপোলিতে প্রথম মৌসুমে সিরি আ-তে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছিলেন ‘এল পিপিতা’ (৩৬ গোল)। ঐ মৌসুমে নাপোলির কোচ ছিলেন সারিই। নিজেদের ট্রান্সফার রেকর্ড গড়ে হিগুয়াইনকে নাপোলি থেকে দলে নিয়েছিল জুভেন্টাস (৯৪ মিলিয়ন ইউরো)। তবে পরের মৌসুমেই রোনালদোকে ১০০ মিলিয়ন ইউরোতে দলে নেওয়ায় ভেঙ্গে যায় হিগুয়াইনের রেকর্ড। এই মৌসুমেই তাকে এসি মিলানের কাছে বিক্রি করে তুরিনের বুড়িরা। এরপর থেকে যেন গোলই করতে ভুলে গেছেন তিনি। সারির অধীনেই সাম্প্রতিক সময়ে নিজের সেরাটা দেখিয়েছিলেন। চেলসিতেও কি দেখা যাবে তেমন ঝলক?