কোপা আমেরিকা ড্র : ব্রাজিল, আর্জেন্টিনার দুইরকম ভাগ্য
কোপা আমেরিকা ২০১৯ এর ড্র হয়ে গেল রিও ডি জেনিরোতে। লাতিন আমেরিকার ১০ দশ দেশের সঙ্গে আমন্ত্রণপত্র পেয়ে এবার যোগ দিয়েছে কাতার ও জাপান। ১২ দলকে তিন গ্রুপে ভাগ করে করা হয়েচেহ গ্রুপ পর্বের ড্র। এর আগে ১৯৯৯ সালে জাপান একবার কোপা আমেরিকাতে অংশ নিলেও, ২০২২ বিশ্বকাপ আয়োজক কাতারের জন্য এবারই প্রথম।
ড্র তে তুলনামূলক সহজ প্রতিপক্ষই পেয়েছে স্বাগতিক দেশ ব্রাজিল। বলিভিয়া, ভেনেজুয়েলা, পেরুর সঙ্গে গ্রুপ 'এ' তে রয়েছে তারা। ১৪ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ভাগ্যটা অবশ্য একটু কঠিনই হয়েছে। কলম্বিয়া, প্যারাগুয়ে ও কাতারের সঙ্গে গ্রুপ 'বি'তে রয়েছে আর্জেন্টিনা। বর্তমান চ্যাম্পিয়ন চিলি, উরুগুয়ে, ইকুয়েডর ও জাপান আছে শেষের গ্রুপে।
গ্রুপ এ : ব্রাজিল, বলিভিয়া, ভেনেজুয়েলা, পেরু
গ্রুপ বি : আর্জেন্টিনা, কলম্বিয়া, প্যারাগুয়ে, কাতার
গ্রুপ সি : উরুগুয়ে, ইকুয়েডর, জাপান, চিলি
জুনের ১৪ তারিখ ব্রাজিল ও বলিভিয়ার ম্যাচ দিয়ে শুরু হবে এবারের কোপা আমেরিকা। প্রতি গ্রুপের শীর্ষ দুই দলের সঙ্গে, তিন গ্রুপের তৃতীয় স্থান পাওয়া সেরা দুই দলকে নিয়ে হবে কোয়ার্টার ফাইনাল। ব্রাজিল ও আর্জেন্টিনা দুই দলই গ্রুপ চ্যাম্পিয়ন হলে ফাইনাল বাদে এই দুই দলের আর মুখোমুখি হওয়ার সম্ভাবনা নেই। জুলাইয়ের ৭ তারিখে ফাইনাল হবে মারাকানা স্টেডিয়ামে। তবে যে কোনো একদল গ্রুপ চ্যাম্পিয়ন ও আরেকদল গ্রুপ রানার আপ হয়ে গেলে, সেমিফাইনালেই পড়ে যেতে পারে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের খেলা।
কোপা আমেরিকার ড্রয়ের পর ব্রাজিল কোচ তিতে অবশ্য নিজেও স্বীকার করেছেন গ্রুপপর্বে কঠিন পরীক্ষা দিতে হবে না তার দলের। তবে আপাতত তিতে নেইমারের ইনজুরি নিয়েই কিছুটা চিন্তিত। অধিনায়ককে দেখতে প্যারিসেও যাচ্ছেন বলে জানিয়েছেন।
আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিও ছিলেন ড্র অনুষ্ঠানে। তাকে ঘিরে স্বভাবতই পুরনো প্রশ্নটাই ছিল, লিওনেল মেসি কবে ফিরছেন? বা আদৌ ফিরছেন কী না! স্কালোনি নিশ্চিত করে কিছু জানাতে পারেননি। তবে বলেছেন, শেষ মুহুর্ত পর্যন্তও মেসির জন্য অপেক্ষা করবেন তিনি। তবে এবার একটা আশার কথা জানিয়েছেন আর্জেন্টাইন কোচ, "আমরা মেসির ফেরা নিয়ে আগের চেয়ে অনেক বেশি আশাবাদী।"
কোপা আমেরিকার অফিসিয়াল বল মের্লিন রাবিস্কোর উন্মোচন করেন ২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিল কিংবদন্তী রোনালদিনহো। বলের নকশায় রাখা হয়েছে ৫ টি তারা, ব্রাজিলের বিশ্বকাপ ট্রফির কথা মাথায় রেখে।