• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    সালার খোঁজ বন্ধ না করার জন্য মেসির আকুতি

    সালার খোঁজ বন্ধ না করার জন্য মেসির আকুতি    

    কোথায় আছেন তিনি? বেঁচে আছেন তো? তিনদিন ধরে এমিলিয়ানো সালার পরিবার, ভক্ত অনুরাগীদের মাথায় ঘুরপাক খাচ্ছে এই প্রশ্নগুলোই। তিনদিন আগে সালাকে নিয়ে নিখোঁজ হয়েছে কার্ডিফগামী বিমানটি। তন্নতন্ন করে খোঁজার পর হতাশ হয়ে গতকাল খোঁজ অভিযানের সমাপ্তি টেনেছে পুলিশ। তবে সালার পরিবার এতে সন্তুষ্ট হতে পারছে না, খোঁজ অভিযান চালিয়ে যাওয়ার আহবানও জানিয়েছে তাঁরা। এই আহবানে তাঁরা এবার পাশে পাচ্ছেন লিওনেল মেসিকেও। মেসিও চান, নতুনভাবে শুরু হোক সালার খোঁজ অভিযান।

     

     

    খোঁজ অভিযান সমাপ্তির ঘোষণার পরপরই সালার বোন রোমিনা গিয়েরেন্সির পুলিশের কাছে আকুতি জানিয়েছিলেন, তাঁরা যেন কিছুতেই এই খোঁজ বন্ধ না করে। রোমিনার সাথে একমত মেসিও। ইন্সটাগ্রাম পোস্টে মেসি বলছেন, সালাকে খুঁজে পাওয়ার সামান্য সম্ভাবনা থাকলেও খোঁজ অভিযান বন্ধ করা উচিত হবে না, ‘যদি একটু আশাও থাকে, তাও আমাদের এই খোঁজ বন্ধ করা উচিত না। সালার পরিবার ও বন্ধুদের প্রতি আমার সমবেদনা রইল।’

    মেসির আর্জেন্টাইন সতীর্থ সার্জিও আগুয়েরোও বলছেন একই কথা, ‘যতকিছুই হোক খোঁজ বন্ধ করবেন না। আমাদের আশা ছাড়া যাবে না।’ আরেক আর্জেন্টাইন ফুটবলার নিকোলাস অটামেন্ডি ও গঞ্জালো হিগুয়াইনও চান, পুলিশ যেন নতুনভাবে খোঁজ অভিযান শুরু করে।

    মেসি ও অন্য আর্জেন্টাইন ফুটবলার ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজারো মানুষ চাইছেন, পুলিশ যেন নতুনভাবে সালার খোঁজ অভিযান শুরু করে। সালার সাবেক ক্লাব নান্টেসও দাবি জানিয়েছে খোঁজ শুরু করার। তাদের দাবি মেনে নিয়ে কি গিয়েরেন্সি পুলিশ নিজেদের সিদ্ধান্ত পাল্টাবে?