• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    সালাকে খুঁজতে টাকা জমাচ্ছেন ফুটবলাররা!

    সালাকে খুঁজতে টাকা জমাচ্ছেন ফুটবলাররা!    

    চারদিন আগে কার্ডিফে আসার সময় তাকে নিয়ে নিখোঁজ হয়েছিল বিমান। তিনদিন তন্ন তন্ন করে খোঁজার পর অবশেষে গতকাল এমিলিয়ানো সালার খোঁজ অভিযান বন্ধ ঘোষণা করেছে গিয়েরেন্সির পুলিশ। তবে সালার পরিবার, লিওনেল মেসি ও অন্য অনেক ফুটবলাররা নতুনভাবে সালার খোঁজের আকুতি জানিয়েছেন। এবার এই খোঁজ অভিযানের জন্য টাকা একত্র করাও শুরু করেছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের ফুটবলার ও ক্লাবের কর্মকর্তারা! 

     

     

    পুলিশ তাদের খোঁজ অভিযান বন্ধ করেছে। তাহলে সালাকে খোঁজার উপায় কী? আর ব্যক্তিগতভাবে খুঁজতে গেলেও তো টাকার দরকার। কীভাবে আসবে এত টাকা? সালার পরিবারের এই দুঃসময়ে এগিয়ে এলেন ফুটবলাররা। সালার খোঁজ অভিযানের জন্য খোলা হলো ফান্ড, সেই ফান্ডে বিভিন্ন জায়গা থেকে আসতে লাগল মোটা অংকের টাকা।

    পিএসজির আদ্রিয়েন র‍্যাবিওট একাই সেখানে দিয়েছেন ২১ হাজার পাউন্ড। মোনাকোর লুকাস অকাম্পোস দিয়েছেন ছয় হাজার পাউন্ড। নাপোলি ডিফেন্ডার কালিদু কৌলিবালি দিয়েছেন এক হাজার ইউরো। লিও গোলরক্ষক অ্যান্থনি লোপেস ও পিএসজির থিলো কেহরারও দিয়েছেন সমান অংকের টাকা। এছাড়া সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আর্সেনাল অধিনায়ক লরেন্ট কোসিয়েলনি ও ম্যানচেস্টার সিটি ডিফেন্ডার ইকায় গুন্ডোগান।

    শুধু ফুটবলার না, আর্থিক সাহায্য এসেছে সালার সাবেক ক্লাব নান্টেসের পক্ষ থেকেও। নান্টেস কোচ ভাহিদ ব্যক্তিগতভাবে দিয়েছেন দুই হাজার পাউন্ড, ক্লাবও সমান পরিমাণ অর্থ দিয়েছে। ফুটবলার, ক্লাব ছাড়াও সাধারণ মানুষও সালার খোঁজ অভিযানের ফান্ডে টাকা পাঠাচ্ছেন। এখন পর্যন্ত প্রায় তিন লাখ ইউরোর কাছাকাছি পৌঁছেছে দান করা অর্থের পরিমাণ!

    সালার পরিবারের পক্ষ থেকে আভাস দেওয়া হয়েছে, হয়ত খুব দ্রুতই নতুন করে শুরু করা হবে খোঁজ অভিযান। খোদ আর্জেন্টিনা প্রেসিডেন্ট মাউরিসিও মার্সিও চান নতুন করে শুরু হোক এই অভিযান।এদিকে এফ এ কাপের গতদিনের ম্যাচগুলোতে সালার স্মরণে কালো আর্মব্যান্ড পরে নেমেছিলেন ফুটবলাররা। পরে সালার পরিবার ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনকে অনুরোধ জানিয়েছে, যেহেতু এখন নিশ্চিত হওয়া যায়নি যে সালা মারা গেছেন, তাই কেউ যেন এরকম কালো আর্মব্যান্ড না পরে।

    চেষ্টার তো কমতি নেই কোনোদিকেই। শেষ পর্যন্ত কি আর খুঁজে পাওয়া যাবে সালাকে?