"ইউনাইটেডের বিপক্ষে নেইমারের ফেরাটা খুব কঠিন"
এক বছর আগে যে গোড়ালির ইনজুরির কারণে বিশ্বকাপ মিস করতে করতে বেঁচে গিয়েছিলেন তিনি, সেই ইনজুরিই আবার ফিরে এসেছে। একই গোড়ালিতে আঘাত পেয়ে গত সপ্তাহে চোখের জলে মাঠ ছেড়েছিলেন নেইমার। সেই ম্যাচের পর থেকেই চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে তার খেলা নিয়ে সংশয় জেগেছে। পিএসজি কোচ টমাস টুখেলও বলছেন, ইউনাইটেডের বিপক্ষে ম্যাচের আগে হয়ত সুস্থ হতে পারবেন না নেইমার।
স্ট্রাসবুর্গের বিপক্ষে লিগ কাপের ম্যাচে গত বুধবার গোড়ালিতে আঘাত পেয়েছিলেন নেইমার। ওই আঘাতের পর ৬০ মিনিটের মাথায় মাঠ ছাড়েন নেইমার। তাকে এরপর হাসপাতালেও নিয়ে যাওয়া হয়। সেই ম্যাচের পরেই টুখেল জানিয়েছিলেন, নেইমারকে নিয়ে শঙ্কায় আছেন তিনি। পিএসজির পক্ষ থেকে পরে জানানো হয়, তিন সপ্তাহের মতো মাঠের বাইরে থাকতে পারেন নেইমার।
১২ ফেব্রুয়ারি ওল্ড ট্রাফোর্ডে ইউনাইটেডের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগ খেলতে নামবে পিএসজি। সেই ম্যাচে নেইমারের ফেরা নিয়ে নিশ্চিতভাবে কিছু বলতে পারছেন না টুখেল, ‘ওই ম্যাচে তার ফেরা খুব কঠিন হয়ে যাবে। যদিও এই মুহূর্তে নিশ্চিতভাবে কেউ কিছুই বলতে পারছি না। ইনজুরি কাটিয়ে কবে সে অনুশীলনে ফিরবে ও কবে পুরোপুরি ফিট হবে, সেটা ডাক্তাররাই ভালো বলতে পারবেন। ইউনাইটেডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তার ফেরাটা দলের জন্য বাড়তি অনুপ্রেরণা জোগাবে। এতকিছুর পরেও আমরা আশা করছি সে ওই ম্যাচের আগেই ফিরবে।’
নেইমার শেষ পর্যন্ত ইউনাইটেডের বিপক্ষে ম্যাচের আগে সুস্থ হয়ে ফেরেন কিনা, সেটা জানা যাবে আগামী দুই সপ্তাহের মাঝেই।