• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    ফার্গির সবচেয়ে বড় ভুল!

    ফার্গির সবচেয়ে বড় ভুল!    

    ম্যানচেস্টার ইউনাইটেডের কোচিংয়ের দায়িত্ব ছেড়েছেন ২০১৩ সালে। ১৯৯৯ সালে ‘নাইট’ উপাধিতে ভূষিত হওয়া স্যার অ্যালেক্স ফার্গুসন রেড ডেভিলদের এনে দিয়েছেন সর্বমোট ৩৮ টি ট্রফি। ওল্ড ট্র্যাফোর্ডে ২৬ বছরের কোচিং ক্যারিয়ারে তাঁর অর্জনের ঝুলিটা বেশ সমৃদ্ধই বটে। তবে এতসব অর্জনের মধ্যেও কিছু ভুল করেছেন বলে স্বীকার করছেন এই স্কটিশ।

     

    স্যার অ্যালেক্স ফার্গুসন জানালেন, ২০০২ সালে অবসর নেয়ার কথা মৌসুমের শুরুতেই জানানো ছিল তাঁর সবচেয়ে বড় ভুল। তিনি মনে করেন তাঁর এই সিদ্ধান্তে দলের স্টাফ ও খেলোয়াড়দের মাঝে ব্যাপক প্রভাব পড়েছিল। যদিও পরবর্তীতে তিনি অবসরের সিদ্ধান্ত পরিবর্তন করেন। আর এই সিদ্ধান্ত পরিবর্তনে সবচেয়ে বড় ভূমিকা রেখে ছিলেন ফার্গুসনের স্ত্রী ও তিন পুত্র।

     

    এই স্কটিশের মতে দলের স্টাফদের কথা শোনাও খুবই গুরুত্বপূর্ণ। তাঁর মতে ২০০৫ মৌসুমটি ট্রফিবিহীন কাটানোর অন্যতম কারণ ছিল তাঁর সেই অবসরের সিদ্ধান্ত, “অবসরের সিদ্ধান্তটা ২০০১/০২ মৌসুমের শুরুতেই জানানো ছিল আমার সবচেয়ে বড় ভুল। এবং আমার মনে হয় অনেকেই তখন নির্ভার হয়ে গিয়েছিল। তাঁরা ভেবেছিল, 'ম্যানেজার তো চলেই যাচ্ছে’। কিন্তু, আমি যখন জানুয়ারিতে সিদ্ধান্ত পরিবর্তন করলাম, তখন শুধু চিন্তা করেছি কিভাবে ম্যানচেস্টার ইউনাইটেডকে আবারো সেরাদের কাতারে নিয়ে যাওয়া যায়।”

     

     

    ফার্গি মনে করেন সেসময়ের এই ভরাডুবি থেকে রেড ডেভিলদের উত্তরণে ট্র্যাম্প কার্ড হিসেবে কাজ করেছিল রুনি-রোনালদো জুটির আগমন, ”যখন ওয়েন রুনি ও ক্রিশ্চিয়ানো রোনালদো দলে আসলো, সবাই নতুন করে জেগে উঠলো। ক্লাবের খেলোয়াড় ও স্টাফরা যেন ঘুমিয়ে পড়েছিল। আশ্চর্যজনকভাবে এর পরবর্তী সময়গুলো ছিল বেশ গৌরবজনক। আর লিগ শিরোপার সংখ্যাটাও দিনশেষে ছিল চমৎকার।”