• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    মৌসুম শেষ নেইমারের?

    মৌসুম শেষ নেইমারের?    

    গত বছর যে ইনজুরি তার মৌসুম শেষ করে দিয়েছিল, বছর ঘুরতেই সেটা আবার ফিরে এসেছে। ডান পায়ের গোড়ালিতে আঘাত পেয়ে গত সপ্তাহে মাঠ ছেড়েছিলেন নেইমার। তখন ধারণা করা হচ্ছিল, তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে। তবে এখন গুঞ্জন উঠেছে, নেইমারের অস্ত্রোপচার লাগবে, আর এজন্যই গতবারের মতো এবারো মৌসুমের বাকি সময়ে আর খেলতে পারবেন না!

     

     

    বুধবার স্ট্রাসবুর্গের বিপক্ষে ৬০ মিনিটেই মাঠ ছাড়তে হয় নেইমার। এরপর সাথে সাথেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পিএসজি কোচ টমাস টুখেল বেশ কয়েকবারই বলেছেন, ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ১২ ফেব্রুয়ারির চ্যাম্পিয়নস লিগের ম্যাচে নেইমারের ফেরাটা খুব কঠিনই হবে।

    তবে ইএসপিএনের মতে, পিএসজির মেডিকেল দলের একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে তো নয়ই, নেইমার ফিরতে পারবেন না আরও অনেকদিন। শুধু তাই নয়, তার গোড়ালিতে হতে পারে অস্ত্রোপচারও। ফলে আগের মৌসুমের মতো এবারও গোড়ালির ইনজুরির কারণে মৌসুম শেষ হয়ে যেতে পারে নেইমারের!

    এদিকে শুধু পিএসজি নয়, নেইমারকে নিয়ে দুশ্চিন্তায় আছে ব্রাজিলও। সামনে তাদেরও আছে বেশ কয়েকটি প্রীতি ম্যাচ, আছে কোপা আমেরিকাও। তবে ব্রাজিলের টিম ডিরেক্টর গ্যাসপার জানিয়েছেন, নেইমারের অস্ত্রোপচারের ব্যাপারে পিএসজির সিদ্ধান্তই মেনে নেবেন তারা, ‘সবার মনে রাখতে হবে নেইমার এখন পিএসজির। পিএসজির সিদ্ধান্তকেই আমাদের মেনে নিতে হবে। তারা নেইমারের ব্যাপারে আমাদের সাথে সবসময় যোগাযোগ রাখছে। আমরা সবাই চাই সে দ্রুততম সময়ে সুস্থ হয়ে ফিরুক।’

    নেইমারের মৌসুম সত্যিই শেষ হয়ে গেলো কিনা, সেটা জানা যাবে আগামী কয়েকদিনের মধ্যেই।