• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    ছেলের কাছে জবাবদিহি করতে হয় মেসিকে

    ছেলের কাছে জবাবদিহি করতে হয় মেসিকে    

    লিওলেন মেসি হয়ত বিশ্বের সবচেয়ে নিখুঁত ফুটবলার, হয়ত ইতিহাসের সেরাদেরও একজন হতে পারেন- কিন্তু নিজের ছেলের কাছে বাবা মোটেই নিখুঁত নন! ৬ বছর বয়সী থিয়াগোর কাছে ম্যাচ শেষে জবাবদিহি করতে হয় মেসিকে, ওয়ার্ল্ড সকার ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে বার্সেলোনা অধিনায়কই জানিয়েছেন এসব।

     

     


    হেরে গেলে সেটা নিয়ে আর বাড়ি ফিরে কথা বলতে পছন্দ করতেন না মেসি- এসব কথা আগে বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছিলেন মেসি। কিন্তু এবার জানালেন উলটোটা, ঘরের রীতিই নাকি এখন বদলে গেছে, "হেরে যাওয়ার পর ব্যাপারটা হজম করতেই কষ্ট হয়ে যায় আমার জন্য। কিন্তু এখন আর বাসায় এসে সেসব ভুলে থাকা যায় না। ও (থিয়াগো) আমার কাছ থেকে হারের কারণ চায়, আমার কাছ থেকে ওই ম্যাচ নিয়ে মন্তব্য আদায় করেই ছাড়ে। আজকাল আমরা অনেক কথা বলি।" 

    দলের হারের কারণের পাশাপাশি বাবার মার্কিংও নাকি করেন থিয়াগো, "ও সবকিছুই মন দিয়ে খেয়াল করে, প্রশ্ন করে। আর ভালো সময় না গেলে আমাকে আবার সেগুলো নোট করে দেয়!"

    পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী লিওনেল মেসি তিন সন্তানের বাবা। বড় ছেলে থিয়াগো (৬), মাতেও (৩) ও চিরো ( এক বছের কম)। কয়েকদিন আগে ইনজুরিতে পড়ে মাঠের বাইরে ছিলেন মেসি, তখন থিয়াগোকে পাশে বসিয়ে বেশ কয়েকটি ম্যাচও দেখেছিলেন ন্যু ক্যাম্পে। কোপা লিবার্তোদোরেসের ফাইনালে মাদ্রিদেও হাজির হয়েছিলেন ছেলেকে নিয়ে।