মরিনহোকে ছোঁয়া হলো না গার্দিওলার
দুজন ছিলেন দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের কোচ, অন্যদের চেয়ে তাই কথার লড়াইয়ের উত্তাপটা একটু বেশিই ছড়াতো দুজনের মাঝে। সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড কোচ হোসে মরিনহোকে ছোঁয়ার দারুণ একটা সুযোগ হারিয়ে তাই একটু আফসোসই হতে পারে ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলার। প্রিমিয়ার লিগে নিজের শততম ম্যাচে কাল নিউক্যাসেল ইউনাইটেডের কাছে হেরেই মরিনহোকে ছোঁয়া হলো না তাঁর।
প্রিমিয়ার লিগে নিজের প্রথম ১০০ ম্যাচে মরিনহো পেয়েছিলেন ২৩৭ পয়েন্ট। কাল নিউক্যাসেলের বিপক্ষে জিতলে মরিনহোকে ছুঁয়ে ফেলতেন গার্দিওলা। তবে ম্যাচে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ২-১ গোলে হেরেছে সিটি। প্রিমিয়ার লিগে ১০০ ম্যাচ শেষে গার্দিওলার পয়েন্ট তাই ২৩৪ এই রইল।
এদিকে প্রথম ১০০ ম্যাচে জয়ের দিক দিয়েও নিজেকে ছাড়িয়ে যেতে পারেননি গার্দিওলা। বায়ার্ন মিউনিখ ও বার্সেলোনার কোচ থাকার সময় জার্মান লিগ ও লা লিগায় নিজের প্রথম ১০০ ম্যাচে যথাক্রমে ৮০ ও ৭৯ ম্যাচ জিতেছিলেন তিনি। ম্যানচেস্টার সিটিতে সেটা কমে দাঁড়িয়েছেন ৭৩ এ।
কালকের হারে এই মৌসুমের ২৪ ম্যাচে ১৬ পয়েন্ট হারাল সিটি। এর মাঝে রয়েছে চারটি হার ও দুটি ড্র। গত মৌসুমের পুরোটা সময়ে সিটি হারিয়েছিল মাত্র ১৪ পয়েন্ট, ড্র ছিল চারটি, হার মাত্র দুটি।
এরকম অবস্থাতেও গার্দিওলা বলছেন, সিটির শিরোপা জয়ের আশা এখনো শেষ হয়ে যায়নি, ‘শিরোপা জিততে হলে এখন সিটিকে অনেক বেশি ম্যাচ জিততে হবে। এখন জানুয়ারি; এপ্রিল কিংবা মে মাস না! তাই লিগের এখনো অনেকটা বাকি। সবকিছু শেষ হয়ে যায়নি!’
গতবার রেকর্ড গড়ে শিরোপা জেতা সিটি এবার কি পারবে লিভারপুলকে টপকে টানা দ্বিতীয় শিরোপা জিততে?