কাতারের গোল উদযাপনে জুতা ছুড়ে মারল দর্শক
রাজনৈতিক কারণে ম্যাচটায় ছিল বাড়তি উত্তেজনা। এশিয়া কাপের সেমিফাইনালে স্বাগতিক আরব আমিরাতের দর্শক প্রতিপক্ষ কাতারের ফুটবলারদের দিকে কয়েক দফায় ছুড়ে মারল বোতল ও জুতা! গ্যালারির এই উত্তেজনাকে অবশ্য খেলায় আনতে দেয়নি কাতার। আরব আমিরাতকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে এশিয়া কাপের ফাইনালে উঠে গেছে ২০২২ বিশ্বকাপের আয়োজক দেশ কাতার।
গত বছরের জুনে কাতারের সাথে রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছিল আরব আমিরাতসহ অনেক মধ্যপ্রাচ্যের দেশ। একই সাথে কাতারের ২০২২ বিশ্বকাপ আয়োজন নিয়েও ফুটবল বিশ্বের অনেক দেশের মতো তারাও উঠিয়েছে অনেক প্রশ্ন। জবাবটা ফুটবল মাঠেই দিল কাতার। গ্রুপ পর্বে সৌদি আরবকে ২-০ গোলে হারিয়েছিল তারা, সেমিতে আরব আমিরাতও কাতারের কাছে হার মানল।
তবে আরব আমিরাতের সমর্থকদের বোতল ও জুতা ছুড়ে মারা সেমিতে এনেছে নতুন বিতর্ক। ম্যাচ শুরুর আগে কাতারের জাতীয় সঙ্গীত বেজে ওঠার সময়ও দুয়ো দিয়েছে আবু ধাবির দর্শকরা। দ্বিতীয় গোলের পর কাতারের উদযাপনের সময় প্রথমবার জুতা ছুড়ে মারেন কিছু দর্শক। এরপর আরও কয়েকবার এসবের জন্য খেলা বন্ধ রাখতে হয়েছে রেফারিকে।
সব বাধা পেরিয়ে ফাইনালে ওঠায় নিজের দলকে নিয়ে গর্বিত কাতার কোচ ফেলিক্স সানচেজ, ‘আমার মনে হয় ফুটবলাররা জানত এই দর্শকের সামনে খেলাটা কঠিন হবে। তাঁরা তাদের আবেগকে নিয়ন্ত্রণ করেছে। সেমিফাইনালে গোল হলে বাঁধভাঙ্গা উল্লাস হবেই, কিন্তু যেভাবে জুতা ছুড়ে মারা হয়েছে সেটা খুবই দুঃখজনক। আমি আমার দলকে নিয়ে দারুণ গর্বিত।’
এবারের এশিয়া কাপে গ্রুপ পর্ব থেকে সেমিফাইনাল, ছয় ম্যাচের সবকয়টিতেই জিতেছে কাতার। শুধু তাই নয়, এখনো কাতারের জালে বল ঢুকাতে পারেনি প্রতিপক্ষ। ফাইনালে তাদের সামনে টুর্নামেন্টের ইতিহাসের সবচেয়ে সফল দল জাপান। এখন পর্যন্ত চারবার এশিয়া কাপ জিতেছে তাঁরা। অন্যদিকে এই প্রথমবার এশিয়া কাপের ফাইনালে উঠেছে কাতার।
২০২২ বিশ্বকাপের আয়োজক হওয়া নিয়ে কম কথা শুনতে হয়নি কাতারকে। জাপানকে হারিয়ে এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করে জবাবটা কি দিতে পারবে তাঁরা?