এমিরেটসে না থেকেও ছিলেন সালা
এই ম্যাচে থাকার কথা ছিল তাঁরও। ভাগ্যের নির্মম পরিহাসে কার্ডিফ সিটির নতুন ফুটবলার এমিলিয়ানো সালা এখনো নিখোঁজ। আর্সেনালের বিপক্ষে ম্যাচের সময় অবশ্য সালাকে ভোলেনি কার্ডিফ। ম্যাচে কার্ডিফের ফুটবলারদের তালিকায় নাম ছিল সালারও।
এমিরেটস স্টেডিয়ামে না থেকেও ছিলেন সালা। মাঠে ঢুকেই কার্ডিফ ও আর্সেনাল অধিনায়ক সোল বাম্বা ও মেসুত ওজিল দুটি হলুদ রঙের ফুলের তোড়া রেখে আসেন মাঠের মাঝখানে। এরপর খেলা শুরুর আগে তাঁর স্মরণে নিরবতা পালন করে দুই দলের ফুটবলারসহ গ্যালারিতে বসা হাজারো দর্শক। বড় স্ক্রিনে ভেসে ওঠে সালার জন্য প্রার্থনা।
শুধু সালাকে স্মরণই করেনি কার্ডিফ কোচ, নিজেদের দলেও জায়গা দিয়েছেন তাকে। ম্যাচে দুই দলের ফুটবলার ও কোচদের নামের তালিকায় ছিল নিখোঁজ থাকা সালার নামও! আর্সেনালও তাঁর স্মরণে নিয়েছে বেশ কিছু পদক্ষেপ। কার্ডিফ থেকে খেলা দেখতে আসা সমর্থকদের সিটে রাখা ছিল হলুদ রঙের কাগজ। ম্যাচ শুরুর সাথে সাথেই সেগুলো উঁচিয়ে ধরে সালাকে স্মরণ করার আহবান জানানো হয়। কার্ডিফের হাজার দুয়েক সমর্থক সেটাই করেছেন। শুধু কার্ডিফ সমর্থক নয়, আর্সেনাল সমর্থকদের হাতেও ছিল সালাকে নিয়ে লেখা প্ল্যাকার্ড।
এদিকে নিখোঁজ হওয়ার এক সপ্তাহ পার হয়ে গেলেও সালার কোনো খোঁজ পাওয়া যায়নি। তিনদিন আগে পুলিশ খোঁজ অভিযান বন্ধ করলেও ফুটবলার, ভক্তদের দান করা অর্থে নতুনভাবে খোঁজ শুরুর কথা রয়েছে। এরই মাঝে সবার দান করা অর্থ ছাড়িয়ে গেছে তিন মিলিয়ন ইউরো।