সালার প্লেনের ধ্বংসাবশেষ উদ্ধার
ফ্রান্সের উপকূলের কাছাকাছি কোটেন্টেইন, পেনিনসুলা থেকে উদ্ধার করা হয়েছে একটি প্লেনের ধ্বংসাবশেষ। তাতে পাওয়া গেছে প্লেনের কুশন। ফ্রান্স কর্তৃপক্ষ বলছে, এটাই হতে পারে এমিলিয়ানো সালার নিখোঁজ প্লেনের ধ্বংসাবশেষ। এ খবর নিশ্চিত হওয়ার পর আন্ডারওয়াটার সার্চে নামছে ফ্রান্স। তবে সমুদ্র উত্তাল থাকায় এ সপ্তাহ শেষের আগে সেই অভিযান শুরু হওয়ার সম্ভাবনা কম।