১১ বছর পর ইংল্যান্ড ছাড়লেন ফেলাইনি
চীনে যাচ্ছেন ফেলাইনি
২০০৮ সালে প্রিমিয়ার লিগে এসেছিলেন মারুইয়ন ফেলাইনি। এভারটন পর্বের পাট চুকিয়ে এরপর সাবেক এভারটন ম্যানেজার ডেভিড ময়েসের প্রথম সাইনিং হয়ে পাড়ি জমিয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডে। ওল্ড ট্রাফোর্ডে ময়েস বেশিদিন টিকতে পারেননি, তবে ফেলাইনি থেকে গিয়েছিলেন ঠিকই। ইউনাইটেড সমর্থকদের অবশ্য বরাবরই তাকে নিয়ে ছিল বিতর্ক। অবশেষে এভারটনের মতো ইংল্যান্ড পাটও চুকিয়ে ফেললেন ফেলাইনি। চীনের ক্লাব লুনেং এ যোগ দিচ্ছেন তিনি।
বিভিন্ন সূত্রমতে চীনে ফেলাইনির সাপ্তাহিক বেতন হবে ৩৫০০০০ ইউরো। যা ইউনাইটেডের সঙ্গে সবশেষ চুক্তি অনুযায়ী সাপ্তাহিক বেতনের প্রায় দ্বিগুণ। ৩১ বছর বয়সী বেলজিয়ান মিডফিল্ডার প্রায় সাড়ে পাঁচ বছর ছিলেন ম্যান ইউনাইটেডে। হোসে মরিনহোর অধীনে নিয়মিতই জায়গা পেতেন দলে। তবে নতুন কোচ ওলে গানার সোলশায়ার আসার পর থেকে হাতে গোণা অল্প কয়েক মিনিট খেলার সুযোগ পেয়েছেন ফেলাইনি। দলবদলটা তাই একরকম অনুমিতই ছিল। তবে আরও অনেক বেলজিয়ান তারকার মতো চীনে নতুন ঠিকানা বাছাই করাটাই যা একটু চমক।
ডেনিস সুয়ারেজ আর্সেনালে
বার্সেলোনা থেকে ডেনিস সুয়ারেজকে ধারে নিয়েছে আর্সেনাল। স্প্যানিশ মিডফিল্ডারের সঙ্গে ২০২১ সাল পর্যন্ত বার্সার চুক্তি থাকলেও, আর্সেনাল পাকাপাকিভাবে কিনেও রাখতে পারবে তাকে। ম্যানচেস্টার সিটির একাডেমি থেকে সুয়ারেজকে কিনে নিয়েছিল বার্সা। এরপর এক বছর ধারে পাঠিয়েছিল সেভিয়াতেও। কিন্তু বার্সার মূল একাদশে কখনোই থিতু হতে পারেননি সুয়ারেজ।