• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    সিটি-আর্সেনাল : পা হড়কানোর সুযোগ নেই কোনো দলেরই

    সিটি-আর্সেনাল : পা হড়কানোর সুযোগ নেই কোনো দলেরই    

    পা হড়কানোর সুযোগ নেই কারোই

    ম্যানচেস্টার সিটি-আর্সেনাল (৩ ফেব্রুয়ারি, রবিবার, ইতিহাদ স্টেডিয়াম, রাত ১০:০৫)

    নিউক্যাসেল ইউনাইটেডের কাছে হেরে যাওয়ায় লিভারপুলকে টপকে যাওয়ার মিশনটা নিজেদের জন্যই কঠিন করে ফেলেছিল পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। কিন্তু লেস্টার সিটি, লিভারপুলকে রুখে দেওয়ায় ব্যবধান ৪ থেকে বেড়ে ৭ পয়েন্টে নয়, দাঁড়াল ৫-এ। ম্যাচ বাকি আর ১৪টি। আর্সেনালের বিপক্ষে ইতিহাদে জয়ের বিকল্প নেই সিটির। গার্দিওলার দলের মত অবশ্য শিরোপা জেতা নয়, আর্সেনালের লক্ষ্য শীর্ষ চারে থেকে পরের মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলা। লক্ষ্য ভিন্ন হলেও জয়ের বিকল্প নেই কারোই।

     

    'পয়েন্ট ব্যবধান নয়, ভাল খেলাই মূল'

    টেবিলের তলানির দল নিউক্যাসেলের বিপক্ষে গত সপ্তাহে মাত্র ২৪ সেকেন্ডেই লিড নিয়েছিল সিটি। কিন্তু শেষ পর্যন্ত ফিরতে হয় খালি হাতেই। হার নিয়েই অবশ্য হতাশা আছে, কিন্তু গার্দিওলা চটেছেন দলের খেলায়, 'ম্যাচের শুরুতেই গোল পেয়ে যাওয়ায় আমরা একেবারেই হাল ছেড়ে দিয়েছিলাম, যেন ম্যাচ জিতে গেছি তখনই। এই মনোভাবই আমাদের হারিয়ে দিয়েছে। প্রতিটি ম্যাচই সমান গুরুত্বপূর্ণ এবং পুরোটা সময়ই নিজেদের সেরাটা দিতে হবে। আমরা তা করতে পারিনি। পয়েন্ট ব্যবধান কত হলো তা নিয়ে ভাববার সময় নেই। কারণ তা আমাদের হাতে কেই পুরোপুরি। নিজেরা ভাল খেলে জয়ের ধারা বজায় রাখার সাথে ভাগ্য যেন সহায় হয়, সে প্রার্থনাই করতে হবে আমাদের। তাদের (আর্সেনাল) এই মৌসুম থেকে প্রাপ্তির লক্ষ্য আমাদের থেকে আলাদা হলেও জয়ের জন্যই নামবে তারা। আর্সেনালের মত দলকে কখনোই হালকা করে নেওয়া বুদ্ধিমানের কাজ নয়।'

     

    'খুব সম্ভবত মৌসুমের সবচেয়ে কঠিন ম্যাচ'

    গত বছরের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন তারা। এই মৌসুমে ইউরোপের প্রথম এবং একমাত্র দল হিসেবে ছুঁয়েছে ১০০ গোলের মাইলফলক। নিজেদের রক্ষণভাগের ফর্মও খুব একটা সুবিধার নয়। সব মিলিয়ে সিটির বিপক্ষে যেন অগ্নিপরীক্ষাতেই নামছে আর্সেনাল। ইতিহাদ যাত্রার আগে তাই সিটিকেই ফেভারিট মানছেন আর্সেনাল কোচ উনাই এমেরি, 'আমার মতে ইংল্যান্ডের সেরা দল তারা। এবারের চ্যাম্পিয়নস লিগেরও অন্যতম দাবিদার সিটি। খেলা ইতিহাদে হওয়ায় ফেবারিট তারাই। টেবিলের শীর্ষের মত সেরা চারের লড়াইটাও জমে উঠেছে। এখনও ১৪ ম্যাচ বাকি থাকলেও এখনই সব ম্যাচই ফাইনালের মতই। পা হড়কানোর সুযোগ নেই একেবারেই। আশা করি সিটিকে রুখে দিতে পারব আমরা।'

     

     

     

    দলের খবর

    ইনজুরির কারণে থাকছেন না ম্যান সিটির অধিনায়ক ভিনসেন্ট কোম্পানি এবং লেফটব্যাক বেনজামিন মেন্ডি। আর্সেনাল অবশ্য এদিক দিয়ে বেশ নির্ভার। লরেন্ত কসিয়েলনি অনুশীলনে ফেরায় পূর্ণশক্তির স্কোয়াডই পাচ্ছে।

     

    সম্ভাব্য মূল একাদশ:

    ম্যান সিটি (৪-৩-৩): এডারসন, ওয়াকার, লাপোর্তে, অটামেন্ডি, ডেলফ; ফার্নান্দিনহো, সিলভা, ডি ব্রুইন; স্টার্লিং, আগুয়েরো, সানে

    আর্সেনাল (৪-৪-২): লেনো; লিচস্টেইনার, কসিয়েলনি, মুস্তাফি, কোলাসিনাচ; তোরেইরা, শাকা, রামসি, ওজিল; লাকাজেত, অবামেয়াং

     

    সংখ্যায় সংখ্যায়:

    • প্রিমিয়ার লিগে আর্সেনালের বিপক্ষে শেষ ৩ ম্যাচ জিতেছে সিটি
    • ইতিহাদ স্টেডিয়ামে শেষ ১১ ম্যাচে মাত্র ২বার জিতেছে আর্সেনাল
    • উনাই এমেরির বিপক্ষে কখনোই হারেননি গার্দিওলা (৭ জয়, ৪ ড্র)


    বার্সার শক্তি আক্রমণ, ভ্যালেন্সিয়ার রক্ষণ

    বার্সেলোনা-ভ্যালেন্সিয়া (২ ফেব্রুয়ারি, শনিবার, ন্যু ক্যাম্প, রাত ১১:৩০)

     

    মৌসুমের শুরু থেকেই লা লিগার শীর্ষস্থানটা দখল করে রেখেছে বার্সেলোনা। অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে থাকা কাতালানদের সাথে পেরে উঠছে না লা লিগার কেউই। লিওনেল মেসি, লুইস সুয়ারেজদের আক্রমণ শূলে ক্ষতবিক্ষত হচ্ছে প্রতিপক্ষ। হোম বা অ্যাওয়ে-সব ম্যাচেই স্বাভাবিকভাবে 'ফেবারিট' বার্সা। ভ্যালেন্সিয়ার বিপক্ষেও বিকল্প হচ্ছে না। তবে 'লস চে'দের বিপক্ষে আজকের ম্যাচ খুব একটা সহজ হবে না। কারণ? ভ্যালন্সিয়ার দুর্দান্ত রক্ষণভাগ। ২০১৮-১৯ লা লিগা মৌসুমে ভ্যালেন্সিয়ার (১৮) চেয়ে কম গোল হজম করেছে কেবল অ্যাটলেটিকো মাদ্রিদ (১৩)। ন্যু ক্যাম্পে আজ জিততে হলে তাই নিজেদের সেরাটাই দিতে হবে মেসিদের।

     

     

    'ভ্যালেন্সিয়ার ডিফেন্ডাররা লা লিগার সেরা'

    এই মৌসুম খুব একটা ভাল কাটেনি ভ্যালেন্সিয়ার। একটা সময় তো অবনমনের আশঙ্কাতেই ছিল তারা। কিন্তু দারুণ কিছু ফলাফলে টেবিলের ৭ নম্বরে উঠে এসেছে তারা। পুরো মৌসুমে মাত্র ২২ গোল করা ভ্যালেন্সিয়ার মূল শক্তি রক্ষণভাগ, মানছেন বার্সা কোচ এর্নেস্তো ভালভার্দে। সিমিওনের অ্যাটলেটিকো নয়, বরং 'লস চে'দের রক্ষণভাগকেই সেরা বলছেন তিনি, 'গারায় এবং দিয়াখাবি দুর্দান্ত ফর্মে আছে এই মৌসুমে। সেটপিস থেকেও গোল পাচ্ছে তারা। তাদের দুই ফুলব্যাকও দারুণ। মার্সেলিনো (ভ্যালেন্সিয়া কোচ) দলটাকে আক্রমণাত্মক খেলালেও রক্ষণটা মজবুত করে ফেলেছে। পরিসংখ্যানই তাদের দক্ষতা বোঝাতে যথেষ্ট। তবে আমরাও লা লিগার সর্বোচ্চ গোলদাতা এবার। জয়ের জন্যই মাঠে নামব আমরা। শীর্ষে থাকলেও আমাদের ভুলে যাওয়া চলবে না, এখনও প্রায় অর্ধেক মৌসুম বাকি। প্রত্যেকটি ম্যাচই কঠিন এবং জিততে হবে আমাদের।'

     

    'মেসি, সুয়ারেজদের বিপক্ষে ছক সাজানো ব্যর্থ প্রচেষ্টা'

    ইউরোপে এই মৌসুমে তাদের চেয়ে বেশি গোল করতে পারেনি কোনও স্ট্রাইকার জুটি। গোল করার সাথে করানোতেও সমান পারদর্শী মেসি এবং সুয়ারেজ। ইউরোপের প্রায় সব বড় দলের বাঘা বাঘা ডিফেন্ডারদেরই নাকানিচুবানি খাইয়েছেন তারা। শত ট্যাকটিক্সও আটকাতে পারেনি তাদের। তাই তাদের বিপক্ষে আলাদা করে ছক না কষে পুরো বার্সার বিপক্ষেই ট্যাকটিক্স সাজানোর দিকেই মনোনিবেশ করছেন ভ্যালেন্সিয়া কোচ মার্সেলিনো গোমেজ, 'তারা দুজন (মেসি, সুয়ারেজ) আসলেই দুর্দান্ত। আমার মনে হয়না গোল করা এবং করানো দুদিকেই কারও তাদের মত দক্ষতা আছে। দুজনই আছেন ফর্মে। এটা সত্যি যে আমাদের রক্ষণভাগ এবার দারুণ খেলছে, কিন্তু সত্যি বলতে তাদের দুজনের বিপক্ষে ছক কষে খুব একটা লাভ হবে বলে মনে হয় না আমার। কারণ তাদের আটকানো প্রায় অসম্ভব। আটকে দিলেও কুতিনিয়ো, রাকিটিচরা গোলের সুযোগ পেয়ে যেতে পারেন। এটাই বার্সার সবচেয়ে বড় শক্তি যে তাদের দলে গোলদাতার অভাব নেই। ন্যু ক্যাম্পে তারাই ফেভারিট অবশ্যই। কিন্তু আমরাও ছেড়ে কথা বলতে আসিনি।'

     

     

     

    দলের খবর

    ইনজুরি এবং বহিষ্কারাদেশ মিলিয়ে দু'দলেরই বেশকিছু খেলোয়াড় ম্যাচটি মিস করবেন। বার্সার হয়ে থাকছেন না উসমান ডেম্বেলে, স্যামুয়েল উমতিতি এবং গোলরক্ষক জ্যাসপার সিলিসেন। এবারের লা লিগার পাঁচ ম্যাচে হলুদ কার্ড দেখায় এই ম্যাচে কগেলতে পারবেন না 'মিডফিল্ড জেনারেল' সার্জিও বুস্কেটস। ইনজুরিতে পড়ায় ভ্যালেন্সিয়ার হয়ে থাকছেন না গঞ্জালো গুইদেস এবং জেফ্রি কন্ডোগবিয়া। বুস্কেটসের মত পাঁচ হলুদ কার্ড দেখায় থাকছেন না ডিফেন্ডার মুক্তার দিয়াখাবি।

     

    ট্যাকটিক্সের টুকিটাকি:

    দারুণ ফর্মে থাকা বার্সা এই ম্যাচে পাচ্ছে না বুস্কেটসকে। তার বদলে কাকে নামাবেন ভালভার্দে, তা-ই দেখার বিষয়। আর্তুরো ভিদাল বা আর্থুর মেলো, যাকেই নামানো হোক না কেন; বুস্কেটসের অভাবটা অবশ্যই টের পাবে বার্সা। মাঝমাঠের লড়াইটা তাই নিজেদের করে নিতে চাইবেন ভ্যালেন্সিয়ার অধিনায়ক দানি পারেহো। তবে কন্ডোগবিয়া না থাকায় মাঝমাঠে কিছুটা অপূর্ণতায় ভুগবে ভ্যালেন্সিয়াও। আক্রমণভাগে গুইদেসের অভাবটা ভোগাতে পারে তাদের। এই মৌসুমে ভ্যালেন্সয়ার দুর্দান্ত রক্ষণভাগের অতন্দ্র প্রহরী দিয়াখাবি না থাকায় মেসি, সুয়ারেজদের আটকানোর মূল দায়িত্বটা বর্তাবে এজেকুইল গারায়ের কাঁধেই। জেরার্ড লিকে ভাল খেললেও তার সাথে খেলা ক্লেমেন্ত লংলে বা থমাস ভার্মাইলেনরা মেলে ধরতে পারেননি নিজেদের। ভ্যালেন্সিয়ার স্ট্রাইকার জুটি রড্রিগো এবং সান্তি মিনাকে সামলানোর দায়িত্বটা তাই হয়ত করতে হতে পারে পিকেকেই।

     

    সম্ভাব্য মূল একাদশ:

    বার্সেলোনা (৪-৩-৩): টার স্টেগান; রবার্তো, পিকে, ভার্মাইলেন, আলবা; রাকিটিচ, আর্থুর, আলেনা; মেসি, সুয়ারেজ, কুতিনিয়ো

    ভ্যালেন্সিয়া (৪-৪-২): নেতো; পিচ্চিনি, গারায়, নাভারো, গায়া; ককোলান, পারেহো, সোলের, চেরিশেভ; রড্রিগো, মিনা

     

    সংখ্যায় সংখ্যায়:

    • লা লিগায় এবার সর্বোচ্চ গোলদাতা বার্সা (৫৮)
    • গত ৬ ম্যাচে মাত্র ১বার হেরেছে ভ্যালেন্সিয়া
    • নভেম্বর থেকে লা লিগায় খেলা প্রত্যেক ম্যাচেই গোল বা অ্যাসিস্ট করেছেন মেসি


     

    সপ্তাহের গাইডলাইন

    প্রিমিয়ার লিগ

    টটেনহাম হটস্পার-নিউক্যাসেল ইউনাইটেড (২ ফেব্রুয়ারি, শনিবার, সন্ধ্যা ৬:৩০)

    চেলসি-হাডার্সফিল্ড (২ ফেব্রুয়ারি, শনিবার, রাত ৯:০০)

    লেস্টার সিটি-ম্যানচেস্টার ইউনাইটেড (৩ ফেব্রুয়ারি, রবিবার, রাত ৮:০৫)

    ম্যানচেস্টার সিটি-আর্সেনাল (৩ ফেব্রুয়ারি, রবিবার, রাত ১০:০৫)

    লা লিগা

    বার্সেলোনা-ভ্যালেন্সিয়া (২ ফেব্রুয়ারি, শনিবার, রাত ১১:৩০)

    রিয়াল বেটিস-অ্যাটলেটিকো মাদ্রিদ (৩ ফেব্রুয়ারি, রবিবার, রাত ৯:১৫)

    রিয়াল মাদ্রিদ-আলাভেস (৪ ফেব্রুয়ারি, সোমবার, রাত ১:৪৫)

    সিরি আ

    জুভেন্টাস-পার্মা (৩ ফেব্রুয়ারি, শনিবার, রাত ১:৩০)

    বুন্দেসলিগা

    বায়ার লেভারকুসেন-বায়ার্ন মিউনিখ (২ ফেব্রুয়ারি, শনিবার, রাত ৮:৩০)

    ফ্রাঙ্কফুর্ট-বরুশিয়া ডর্টমুন্ড (২ ফেব্রুয়ারি, শনিবার, রাত ৮:৩০)

    লিগ ওয়ান

    লিওঁ-প্যারিস সেইন্ট জার্মেই (৪ ফেব্রুয়ারি, রবিবার, রাত ২:০০)