হেরেও 'ঐতিহ্য' ধরে রাখল জাপান
রাশিয়া বিশ্বকাপে দুর্দান্ত প্রদর্শনী দিয়ে প্রায় সবারই মন কেড়েছিল জাপান জাতীয় দল। বেলজিয়ামের বিপক্ষে শেষ ষোলতে অন্তিম মুহূর্তের গোলে বিদায় নিয়েছিল শিনজি কাগাওয়ারা। হারের পর নিজেদের ড্রেসিং রুম পরিষ্কার করে ঝকঝকে তকতকে করে বিদায় নিয়েছিলেন জাপানিজরা। সমর্থকেরাও পালন করেছেন নিজেদের দায়িত্ব। স্টেডিয়ামে দর্শক সারি পরিষ্কার করেই মাঠ ছেড়েছিলেন তারা। সদ্য সমাপ্ত এশিয়া কাপে রানার্স আপ হয়েছে জাপানিজরা। রাশিয়ার মত এবারও নিজেদের ড্রেসিংরুম পরিষ্কার করেই মাঠ ছেড়েছে জাপান।
শুধু ড্রেসিংরুম পরিষ্কার করেই ক্ষান্ত দেয়নি জাপান, দারুণ আতিথেয়তার জন্য আরব আমিরাতকে জাপানি, ইংরেজি এবং আরবি ভাষায় ধন্যবাদ জানিয়ে একটি চিরকুটও ঝুলিয়ে রেখে গিয়েছে তারা। তবে এবার অবশ্য হিসেবটা একটু ভিন্নই ছিল। কাগাওয়ারা নন, বরং ড্রেসিংরুম পরিষ্কার করেছিলেন দলের সাথে থাকা স্টাফরা। কয়েকজন খেলোয়াড়ও অবশ্য এগিয়ে এসে সাহায্য করেছিলেন তাদের।
২০১৯ সালের এএফসি এশিয়ান কাপে ফেভারিট ছিল জাপান। ফাইনালেও উঠেছিল তারা। কিন্তু ২০২২ বিশ্বকাপের আয়োজক কাতারের কাছে ৩-১ গোলে হেরে যায় তারা। হারের পরও কাতারের খেলোয়াড়দের অভিনন্দন জানাতে ভোলেনি জাপানিজরা।