• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    সালার এয়ারক্রাফটের ধ্বংসাবশেষ উদ্ধার

    সালার এয়ারক্রাফটের ধ্বংসাবশেষ উদ্ধার    

    অবশেষে খোঁজ মিলল এমিলিয়ানো সালাকে বহনকারী এয়ারক্রাফটের। ইংলিশ চ্যানেলের গর্ভে সেই এয়ারক্রাফটের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে অভিযান দলের এক লাইফবোট। ২২ তারিখ চ্যানেল আইল্যান্ডের নিকটবর্তী এলাকায় এসে নিখোঁজ হয় এয়ারক্রাফটটি।

     

     

    এয়ারক্রাফট খুঁজে পেলেও সালা বা পাইলট ডেভিড ইবটসনকে খুঁজে পায়নি পুলিশ। তবে তাদের দুজনকেই প্রাথমিকভাবে মৃত হিসেবেই গণ্য করছে কর্তৃপক্ষ। তাদের পরিবারকেও এ ব্যাপারে অবগত করা হয়েছে। ফ্রেঞ্চ ক্লাব নান্টেস থেকে রেকর্ড গড়ে এবারের শীতকালীন দলবদলে সালাকে দলে নিয়েছিল কার্ডিফ সিটি। সাবেক সতীর্থদের কাছ থেকে শেষ বিদায় নিতেই ফ্রান্সে গিয়েছিলেন সালা। নান্টেসে সব আনুষ্ঠানিকতা শেষে জানুয়ারির ২২ তারিখে একক ইঞ্জিন বিশিষ্ট পাইপার মালিবু নামক এয়ারক্রাফটে চড়ে কার্ডিফের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তিনি। কিন্তু পথিমধ্যে হয়ত কিছু একটা আঁচ করতে পেরেছিলেন সালা। ওয়াটসঅ্যাপে বন্ধুদের জানিয়েছিলেন, এয়ারক্রাফটটি ধ্বংস হয়ে যাবে বলে আশঙ্কা করছেন তিনি। এরপর থেকেই মূলত হারিয়ে যান সালা। প্রায় ৮০ ঘণ্টা অত্যাধুনিক সব ধরণের প্রযুক্তি এবং সম্ভাব্য সবকিছু করেও সালা এবং ইবটসনের খোঁজ না পেয়ে অভিযান সমাপ্তির ঘোষণা দিয়েছিল গিয়েরেন্সি পুলিশ।

     

     

    কিন্তু সালার পরিবারের রীতিমত মিনতিই জানিয়েছিলেন, সালাকে খোঁজার অভিযান যেন বন্ধ করে দেয়া না হয়। 'গো ফান্ড মি' ওয়েবসাইটে সালাকে পুনরায় খোঁজের জন্য একটি তহবিল খোলে 'স্পোর্টস কভার' নামক কোম্পানি, যার মালিক সালারই এজেন্ট মেইসা এনদিয়ায়ে। মেইসা নিজে অনুদান দিয়েছিলেন প্রায় ২০,০০০ ইউরো। এগিয়ে এসেছিলেন ফুটবলাররাও। পিএসজি মিডফিল্ডার আদ্রিয়ান রাবিও দিয়েছিলেন ২৫,০০০ ইউরো। ফ্রান্সের বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক কিলিয়ান এম্বাপ্পে দিয়েছিলেন প্রায় ৩০,০০০ ইউরো। এছাড়াও অনুদান দিয়েছিলেন ইলকে গুন্ডোয়ান, লিরয় সানে, লুকাস লিমা, বেনোয়া কস্তিলের মত ফুটবলাররা। লিওনেল মেসিও ইন্সটাগ্রামে অনুরোধ জানিয়েছিলেন, সালার খোঁজ যেন বন্ধ না হয়। সালার সাবেক সতীর্থ এন'গোলো কান্তে তো সালাকে খোঁজার যাবতীয় আর্থিক দায়ভার বহন করার ঘোষণাই দিয়েছিলেন। ৩ লক্ষ ইউরো টার্গেট করা তহবিলটি মাত্র তিন দিনের মাথায়ই পেয়ে যায় প্রয়োজনীয় অর্থ। সেই অর্থায়নেই গত রবিবার থেকে পুনরায় খোঁজ শুরু হয়েছিল সালার। আজ সেই খোঁজের একদিন না যেতেই মিলল সেই এয়ারক্রাফট। এখন অপেক্ষা সালার নিথর দেহের।