বিপিএলই নিউজিল্যান্ডের প্রস্তুতি হিসেবে দেখছেন মুশফিক-রুবেল
বিপিএল এখনো শেষ হয়নি, অথচ আর আট দিন পরেই নিউজিল্যান্ডে নেপিয়ারে প্রথম ওয়ানডে খেলবে বাংলাদেশ। প্রস্তুতি দূরে থাক, বিশ্রামেরই সময় নেই। তবে পেশাদার ক্রিকেটার হিসেবে সত্যিটা মেনে নিচ্ছেন মুশফিকুর রহিম। খেলার মধ্যে থাকাটাই মানছেন সবচেয়ে বড় প্রস্তুতি হিসেবে।
সেই জিম্বাবুয়ে সিরিজ থেকে শুরু। এরপর ওয়েস্ট ইন্ডিজ সফরের পর দিন দশেক বিরতি। তার পরেই শুরু হয়ে গেছে বিপিএল। নিউজিল্যান্ডের আগে সেভাবে আর বিশ্রাম নেওয়ারও সুযোগ নেই। মুশফিক অবশ্য সেটা মেনে নিচ্ছেন, ‘এখন প্রস্তুতির কিছু নেই। যেই কয়দিন সময় আছে একটু বিশ্রাম নিতে হবে। এরপর সুইচ অন করতে হবে। একটা সপ্তাহ যদি ব্রেক পাওয়া যায়, তাহলে মোটামুটি ভালো হয়। কিন্তু সাত দিন আছে। কাভার করতে হবে। কারণ আমরা পেশাদার ক্রিকেটার। ম্যাচের মধ্যে থাকলে আত্মবিশ্বাস ভালো থাকে। এর চেয়ে ভালো কোনো প্রস্তুতি হতে পারে না। ’
সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশ ওয়ানডেতে আশা জাগিয়েও পারেনি হেরেছিল, সবগুলো ম্যাচেই। মুশফিক বলছেন, এবার বাংলাদেশের ওয়ানডেতে জয়ের ভালো সুযোগ আছে, ‘তা তো অবশ্যই। আপনি নিশ্চয় খেয়াল করলে দেখবেন যে, আমরা সর্বশেষ যখন সেখানে গিয়েছিলাম তখন কিন্তু আমরা দুইটা ওয়ানডেতে খুব কাছে গিয়ে হেরে গিয়েছিলাম, যা আমাদের জেতা উচিত ছিলো। কারণ নেলসনে যে ওয়ানডে বা ক্রাইস্টচার্চে যেটা ছিলো, আমরা যদি আরো একটু ভালো খেলতে পারতাম তাহলে কেউ জানে না কী হতো। আমার মনে হয় এটা বিশ্বকাপের আগে আমাদের জন্য খুব ভালো একটা প্রস্তুতি হবে। এখানে কিছু হাই স্কোরিং ম্যাচ হতে পারে। সে দিক থেকে আমি মনে করি এটা আমাদের জন্য চ্যালেঞ্জ হবে। ’
রুবেল হোসেনও মুশফিকের সঙ্গে সুর মেলালেন, ‘মুশফিক ভাই যেটা বলল আমরা তো প্র্যাকটিসেই আছি। ম্যাচ খেলার থেকে তো বেশি অনুশীলন আর কিছু হতে পারে না। এটাই আর কি। ’