গোল ব্যবধানেও শিরোপা নির্ধারিত হতে পারে: গার্দিওলা
লিগের অর্ধেকের বেশি ম্যাচ শেষ। ২৫ ম্যাচ শেষে প্রিমিয়ার লিগে শীর্ষ তিন দলের মাঝে পয়েন্টের ব্যবধান মাত্র পাঁচ। শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে তিন পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি, তাদের চেয়ে দুই পয়েন্ট পেছনে থেকে তৃতীয় স্থানে টটেনহাম। সিটি কোচ পেপ গার্দিওলা বলছেন, এই মৌসুমে শিরোপা নিষ্পত্তি হতে পারে শেষ ম্যাচে গিয়ে। শুধু তাই নয়, তাঁর মতে এবার গোল ব্যবধানেও নির্ধারিত হতে পারে চ্যাম্পিয়ন।
শেষ ম্যাচে গিয়ে শিরোপা জয়ের আনন্দটা সিটি পেয়েছিল সাত বছর আগে। ২০১১-১২ মৌসুমের শেষ ম্যাচের ৯৪ মিনিটে গোল করেছিলেন সার্জিও আগুয়েরো। সেবার ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে পয়েন্ট সমান থাকলেও গোল ব্যবধানে এগিয়ে থেকেই লিগ চ্যাম্পিয়ন হয়েছিল সিটিজেনরা।
গার্দিওলার বিশ্বাস, এবারও সেই ঘটনার পুনরাবৃত্তি হতে পারে, ‘আমি নিশ্চিতভাবে বলতে পারি, এবার একদম শেষে গিয়েই চ্যাম্পিয়ন নির্ধারিত হবে। আমাদের প্রথম লক্ষ্য হবে ম্যাচ জেতা, এরপর গোল ব্যবধানকেও সমানভাবে গুরুত্ব দিতে হবে। কারণ এবার গোল ব্যবধানেও শিরোপা নির্ধারিত হতে পারে!
গতবার রেকর্ড ১০০ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছিল সিটি। এবার অবশ্য সিটিকে এরই মাঝে চারটি হারের স্বাদ পেতে হয়েছে। লিগের শেষভাগে নিজের ফুটবলারদের ওপর ভরসা হারাচ্ছেন না গার্দিওলা, ‘আমার ফুটবলারদের ওপর আমার বিশ্বাস আছে। সত্যি বলতে যখন আমি তাদের একটু চাপে রাখি, তখনই তাঁদের সেরাটা বের হয়ে আসে। তাঁরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত, মাঠে নিজেদের প্রমাণ করতে চায়। এজন্যই আমি সবসময়ই এই দলটাকে নিয়ে আশাবাদী।’
রাতে এভারটনের বিপক্ষে মাঠে নামবে সিটি। এই ম্যাচে জিতলে গোল ব্যবধানে লিভারপুলের চেয়ে এগিয়ে থাকায় পয়েন্ট তালিকার শীর্ষে ফিরবে তাঁরা।