'বস' হতে চান না সোলশায়ার
ম্যানচেস্টার ইউনাটেডের সাথে তার পথচলাটা নতুন নয়। ১৯৯৬ থেকে ২০০৭- খেলোয়াড়ি জীবনের ১১টি বছর ওল্ড ট্রাফোর্ডেই কাটিয়েছেন এখনকার ‘রেড ডেভিল’ ম্যানেজার ওলে গানার সোলশায়ার। ক্লাবের সাথে সম্পর্কটা দির্ঘদিনের, স্টাফদের সাথেও পরিচয় আগে থেকেই। কোচ হয়ে আসার পর ঐ ১১ বছরের ‘ওলে’ ইউনাইটেডের স্টাফদের কাছে হয়ে গেলেন ‘বস’। কিন্তু তাদের কাছে এমন ডাক শুনতে চান না সোলশায়ার। সাফ জানিয়ে দিয়েছেন, ‘বস’ নয়, ‘ওলে’ নামেই ডাকতে হবে তাকে।
খেলোয়াড় থেকে হয়েছেন কোচ। কিন্তু সেজন্য এতদিনের ‘বন্ধু’দের থেকে ‘বস’ ডাক শুনতে চান না সোলশায়ার, ‘ইউনাইটেডে আমরা সবাই পরিবারের মতই। সবাই সবার সাথে বেশ ভালমতোই পরিচিত, সুখে-দুঃখে আছি একসাথেই। ক্যাথের (ইউনাইটেডের ট্রেনিং গ্রাউন্ড ক্যারিংটনের রিসিপশনিস্ট) সাথেই আমার প্রথম পরিচয় হয়েছিল যখন মোল্ড থেকে এখানে এসেছিলাম, সে আছে এখনও। ক্যাথের মতই অধিকাংশ স্টাফই আমার পূর্ব পরিচিত। আমাদের মধ্যে সম্পর্কটা বন্ধুত্বের। কোচ হয়ে আসার পর তারা আমাকে ‘বস’ বলে সম্বোধন করছিল। আমি সাফ মানা করে দিয়েছি। ইউনাইটেডে স্টাফ এবং ফুটবলারদের মধ্যে সম্পর্কটা সবসময়ই অনুকরণীয়। সে পথেই সবসময় হাঁটতে চাই আমরা।’
ইউনাইটেডের ম্যানেজার হিসেবে সময়টা দারুণ কাটছে সোলশায়ারের। এখন পর্যন্ত অপরাজিত আছেন তিনি। তার অধীনেই স্বরূপে ফিরেছেন মার্কাস রাশফোর্ড, পল পগবারা। টেবিলের পাঁচ নম্বরে উঠে এসেছে ইউনাইটেড। চারে থাকা চেলসির সাথে ব্যবধানটা কমে দাঁড়িয়েছে ২-এ। ফর্মটা ধরে রাখলে হয়ত আগামী মৌসুমেও ইউরোপে দেখা যাবে পগবাদের।