"বর্ণবাদী আচরণের" পরও পার পাচ্ছে ইন্টার
গত বছর সান সিরোতে ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচে বর্ণবাদের শিকার হয়েছিলেন নাপোলি ডিফেন্ডার কালিদু কুলিবালি। নাপোলির অভিযোগ খতিয়ে দেখে ইন্টারকে পরের দুই ম্যাচ দর্শকশূন্য মাঠে খেলার নির্দেশ দিয়েছিল সিরি আ কর্তৃপক্ষ। তবে শাস্তি পেয়েও খুব সম্ভবত শিক্ষা হয়নি ইন্টার সমর্থকদের। বোলোনিয়ার বিপক্ষে গত সপ্তাহে নিজেদের ‘হোম’ ম্যাচেও বর্ণবাদী মন্তব্য করতে শোনা গেছে ‘নেরাজ্জুরি’ সমর্থকদের।
তবে গত বছরের মত এবার অবশ্য আর শাস্তি পেতে হচ্ছে না ইন্টারকে। বোলোনিয়ার বিপক্ষে ১-০ গোলে হারের ম্যাচের ৩৯ মিনিটে সান সিরোর উত্তর দিকের স্ট্যান্ড থেকে ভেসে আসে ‘বানর! বানর!!’ চিৎকার। কিন্তু পরক্ষণেই বাকি ইন্টার সমর্থকদের জোর দুয়োতে চাপ পড়ে যায় বর্ণবাদী সেসব মন্তব্য। সিরি আ কর্তৃপক্ষ আনুষ্ঠানিক এক বিবৃতিতে জানিয়েছে, ‘ম্যাচের ৩৯ মিনিটে বর্ণবাদী মন্তব্যের কথা শুনেছি আমরা। কিন্তু পরক্ষণেই ইন্টার সমর্থকেরাই সেসব মন্তব্যের জোর বিরোধিতা করেছে। ম্যাচের বাকি সময় অবশ্য আর কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এজন্যই ইন্টারকে এবারের ঘটনা নিয়ে কোনও প্রকার জবাবদিহি করতে বলা বা শাস্তি দেওয়া হবে না।’
গত বছর কুলিবালিকে বর্ণবাদী মন্তব্য করায় ইন্টারকে দুটি ‘হোম’ ম্যাচ দর্শকশূন্য মাঠে খেলার নির্দেশ দেওয়া হলেও কর্তৃপক্ষের কাছে অনুমতি নিয়ে ঐ ম্যাচ দুটিতে স্থানীয় শিশু-কিশোরদের দর্শক হিসেবে এনেছিল ইন্টার। প্রত্যেক শিশুকে খেলনার এবং ফুটবলও উপহার দিয়েছিল ‘নেরাজ্জুরি’রা।