সাকিবের যে পরামর্শে বদলে গেলেন রুবেল
রুবেলের জন্য এই ম্যাচটা একটু হলেও অন্যরকমই ছিল। গত বছর রংপুরে খেলার পর তারা এবার আর রাখেনি তাঁকে। ঢাকা ডায়নামাইটসের হয়ে এখন পর্যন্ত টুর্নামেন্টে দারুণ উজ্জ্বল, দ্বিতীয় সর্বোচ্চ উইকেটও এখন পর্যন্ত তাঁর। কিন্তু পুরনো দল রংপুরের সঙ্গে আগের দুই ম্যাচেই ছিলেন বিবর্ণ। অবশেষে আজ নিজেকে প্রমাণ করলেন, ৪ উইকেট নিয়ে হলেন ম্যাচসেরা। সংবাদ সম্মেলনে রুবেল বললেন, অধিনায়ক সাকিব আল হাসান তাঁকে বলেছিলেন রানের কথা না ভেবে শুধু উইকেট নিয়ে ভাবতে।
রুবেল আজ ম্যাচের দ্বিতীয় ওভারে এসে দিয়েছিলেন ৫ রান। তবে বড় পরীক্ষাটা অপেক্ষা ছিল চতুর্থ ওভারে। ক্রিস গেইল ততক্ষণে হাত খুলতে শুরু করেছেন, আগের ওভারে নাদিফ চৌধুরী মেরেছেন তিন ছয়। কিন্তু রুবেল প্রথম দুই বলেই তুলে নিলেন গেইল আর রুশোকে। জানালেন, অধিনায়ক সাকিবের একটা কথা মাথায় ছিল তাঁর, ‘যখন ৩ ওভারের মধ্যে ৪০ রান তুলে ছিল, তখন সাকিব ভাই আমাকে বলল রান না করে উইকেট নেওয়ার চেষ্টা করতে। আউট করার জন্য বল করতে, সেটি হলে রান কমে যাবে। আমি চেষ্টা করেছি, সফল হয়েছে। ’
গেইল আর রুশোর দুই উইকেটই মূলত রংপুরের মেরুদন্ড ভেঙে দিয়েছে। এর মধ্যে কোন উইকেট বেশি প্রিয় ছিল রুবেলের? গেইলেরটাই বড় করে দেখছেন, কারণ হিসেবে বললেন গেইল একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন।
তবে ব্যাট করার সময় একটা অন্যরকম ভয়ও ছিল রুবেলের। মজা করেই বললেন, ‘রাসেল আছে, ও বিগ হিটার। ও যে কোনো সময় যে কোনো খেলা ঘুরিয়ে দিতে পারে। তবে একটা ভয়ও ছিল। ওরা তো ছয়ই মারে, যে কোনো সময় তো আউট হয়ে যেতে পারে।’
গত বার রংপুর শেষ চারে ওঠার পর টানা তিন ম্যাচ জিতে হয়েছে চ্যাম্পিয়ন। আর এবার ঢাকা কোনোমতে শীর্ষ চারে উঠে জিতল পর পর দুই ম্যাচ। রুবেল পুরো ব্যাপারটা দেখছেন কষ্টের ফসল হিসেবেই, ‘সবকিছু কষ্ট করে নেওয়াই ভালো। পর পর পাঁচ ম্যাচ হেরে আমরা মেন্টালি একটু ডাউন ছিলাম। এরপর কামব্যাক করতে পেরেছি। নেক্সট ম্যাচে এটা আমাদের কাজে আসছে।’