কার্ডিফের কাছে সালার ট্রান্সফার ফি চাইল নান্টেস!
প্রায় তিন সপ্তাহ হলো নিখোঁজ তিনি। নান্টেস থেকে কার্ডিফ সিটিতে আসার পথে এমিলিয়ানো সালাকে বহনকারী বিমানটি বিদ্ধস্ত হওয়ায় ফুটবল বিশ্বে নেমে এসেছে শোকের ছায়া। সালার শোকে যখন কাতর কার্ডিফ, এর মাঝেই তাদের কাছে সালার ট্রান্সফার ফির প্রথম কিস্তি চেয়ে সবাইকে অবাক করেছে তার সাবেক ক্লাব নান্টেস!
২৮ বছর বয়সী আর্জেন্টাইন স্ট্রাইকার নান্টেস ছেড়ে কার্ডিফের জন্য রওনা দিয়েছিলেন ২১ জানুয়ারি, সেদিনই তার বিমান নিখোঁজ হয়। প্রায় দুই সপ্তাহ পর পাওয়া যায় সেই বিমানের ধ্বংসাবশেষ। গতকাল ধ্বংসাবশেষ থেকে পাওয়া গেছে একটি মৃতদেহও। সেটি সালার কিনা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সালার নিখোঁজ হওয়ার খবরে গত তিন সপ্তাহ ধরেই শোকের মাঝে আছে পুরো কার্ডিফ সিটিসহ অন্য ক্লাব, ফুটবলার ও সমর্থকরাও।
কথা ছিল, সালা কার্ডিফে আসার পরেই কিস্তিতে তার ট্রান্সফার ফি পরিশোধ করা হবে। তবে সালার নিখোঁজ হওয়ার শোকে সেটা আর হয়নি। যে সালা কার্ডিফে পৌছাতেই পারেননি, সেই সালাকে কেনার টাকা চেয়ে বসেছে ফরাসি ক্লাব নান্টেস। দুদিন আগে নান্টেসের পক্ষ থেকে কার্ডিফ কর্তৃপক্ষকে পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, সালাকে কেনার ১৫ মিলিয়ন পাউন্ডের প্রথম কিস্তি ( ৫.২৭ মিলিয়ন পাউন্ড) দ্রুততম সময়ের মাঝে পরিশোধ করতে হবে। সাথে এও বলা হয়েছে, যদি তাঁরা আগামী দশ দিনের মাঝে এটা না করে, তাহলে কার্ডিফের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে নান্টেস! শুধু নান্টেস নয়, সালার আরেক সাবেক ক্লাব বোর্দোও চুক্তি অনুযায়ী ট্রান্সফার ফির প্রায় অর্ধেক টাকা পাবে। তারাও নান্টেসের মতো নিজেদের ভাগের টাকা দাবি করেছে।
নান্টেসের এমন দাবিতে বিস্ময় প্রকাশ করেছে কার্ডিফ কর্তৃপক্ষ। তাঁরা অবশ্য বলছেন, সালার ট্রান্সফার চুক্তিকে তাঁরা সম্মান করে। তবে সবকিছু বিবেচনা করেই নান্টেসকে টাকা দেবে কার্ডিফ।