শুধু জিদানই পারেন হ্যাজার্ডকে চেলসিতে রাখতে!
এই মৌসুমের শুরু থেকেই গুঞ্জন ছিল, এডেন হ্যাজার্ড চেলসি ছেড়ে রিয়াল মাদ্রিদে যাচ্ছেন। শেষ পর্যন্ত সেটা না হলেও হ্যাজার্ড যে নিকট ভবিষ্যতে রিয়ালে যেতে চান, সেটা জানিয়েছেন তিনি নিজেই। মৌসুমের প্রথম ভাগ ভালো কাটলেও মাঝপথে এসে চেলসি ও হ্যাজার্ড, দুইয়ের ফর্মেই ভাটা পড়েছে। ম্যানচেস্টার সিটির কাছে ৬-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর চেলসি কোচ মাউরিসিও সারির চাকরি নিয়েও এখন টানাটানি। শোনা যাচ্ছে, হ্যাজার্ডও নাকি চেলসি ছাড়ছে দ্রুতই। তবে কোচ হিসেবে যদি সারির জায়গায় জিনেদিন জিদানকে আনা হয়, তাহলেই কেবলমাত্র চেলসি ছাড়ার সিদ্ধান্ত থেকে সরে আসবেন হ্যাজার্ড।
চেলসির সাথে ২০২০ সাল পর্যন্ত চুক্তি আছে হ্যাজার্ডের। মৌসুমের শুরুতে রিয়ালে যাওয়ার গুঞ্জন উঠলে তাঁর হাতে চেলসি দিয়েছিল অধিনায়কের আর্মব্যান্ড। এখন পর্যন্ত সব টুর্নামেন্ট মিলিয়ে করেছেন ১৮ গোল। তবে লিগে গত কয়েক ম্যাচে চেলসির বাজে পারফরম্যান্সের সাথে যোগ হয়েছে হ্যাজার্ডের গোলখরাও, সাত ম্যাচে গোল পেয়েছেন মাত্র তিনটি। পয়েন্ট তালিকার ছয় নম্বরে থাকা চেলসি গতবারের মতো এবারও হয়ত শীর্ষ চারের বাইরে থাকতে পারে, খেলা হবে না চ্যাম্পিয়নস লিগে। হ্যাজার্ড ক্লাব ছাড়ার সিদ্ধান্তটাও হয়ত নিয়ে নিতে পারেন মৌসুম শেষেই।
ম্যানচেস্টার সিটির কাছে ৬-০ গোলে হারের পর অনেকেই মনে করছেন, খুব দ্রুতই বরখাস্ত হতে পারেন সারি। আর গুঞ্জন উঠেছে, সারির জায়গায় নাকি চেলসি ডাগআউটে দাঁড়াবেন রিয়ালকে হ্যাটট্রিক শিরোপা এনে দেওয়া জিদান। আর জিদান যদি সত্যিই আসেন, তাহলেই শুধুমাত্র হ্যাজার্ড চেলসি ছাড়বেন না।
এদিকে চেলসি ফরোয়ার্ড পেদ্রো জানিয়েছেন, সারির অধীনে খেলাটা দিনদিন কঠিন হয়ে উঠছে ফুটবলারদের জন্য, ‘সারি সবসময় প্রেসিং ফুটবল চান। একই সাথে বেশি বল পজিশনও চান। আমরা দল হিসেবে এটা করতে পারি। কিন্তু এটা মাঝে মাঝেই কঠিন হয়ে যায়। প্রতিপক্ষের ওপর এটা নির্ভর করে। সিটির বিপক্ষেই ধরুন, প্রেসিং ফুটবল খেলা খুবই কঠিন হয়ে পড়েছিল, ডিফেন্ড করাও।’
শেষ পর্যন্ত জিদান এসে হ্যাজার্ডের দলবদল থামাতে পারেন কিনা, সেটার জন্য চেলসি সমর্থকদের অপেক্ষা করা ছাড়া আর উপায় নেই।