"ভিডিও রেফারি বড় দলগুলোকেই বেশি সাহায্য করবে"
বুধবার রিয়াল মাদ্রিদের বিপক্ষে দুর্দান্ত খেলেও শেষ পর্যন্ত খালি হাতেই ফিরতে হয়েছিল আয়াক্সকে। ২-১ ব্যবধানের রিয়ালের জেতা ম্যাচে অভাব ছিল না বিতর্কের। ভিডিও রেফারির দুটি 'বিতর্কিত' সিদ্ধান্ত পক্ষে আসেনি ডাচ ক্লাবটির। প্রথমার্ধে দুসান তাদিচের গোল বাতিল হয়েছে 'ভিএআর'-এই। ম্যাচের শেষদিকে মার্কো আসেন্সিও-র গোলেও ছিল বিতর্ক। স্বাভাবিকভাবেই ভিডিও রেফারির সিদ্ধান্তে বেশ চটেছেন আয়াক্সের ফুটবলাররা। তবে অসন্তোষটা সবচেয়ে বেশি খুব সম্ভবত আগামী গ্রীষ্মে বার্সায় যোগ দিতে যাওয়া ফ্রেঙ্কি ডি ইয়ং-এর। ভিডিও রেফারির সিদ্ধান্ত বেশিরভাগ ক্ষেত্রে বড় দলগুলোকেই সাহায্য করে- এমন অভিযোগও এনেছেন ডি ইয়ং।
রিয়াল জিতলেও গতকাল বুধবার আয়াক্সের পারফরম্যান্স প্রশংসা কুড়িয়েছে বেশ। ডাচদের প্রেসিং ফুটবলে রীতিমত অসহায়ই মনে হয়েছে সার্জিও রামোস, লুকা মদ্রিচদের। কিন্তু গোলের সুযোগ কাজে লাগাতে না পারায় এবং রেফারির বিতর্কিত সিদ্ধান্তে শেষ পর্যন্ত আয়াক্স ফিরেছে খালি হাতে। কিন্তু তারপরও দলের পারফরম্যান্স নিয়ে বেশ গর্বিত ডি ইয়ং, 'রিয়াল গত তিন বছরের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন। তারা ইউরোপের সেরা দলগুলোকে হারিয়েছে। আমরা অবশ্যই কঠিন ম্যাচ আশা করছিলাম, হয়েছেও তা-ই। প্রথমার্ধে আমরা কাঁপিয়েই দিয়েছিলাম তাদের। কিন্তু গোলটাই পাওয়া হয়নি। ভিএআর-এর সিদ্ধান্তগুলো আমার ঠিক বোধগম্য নয়, বিশেষ করে দুসানের (তাদিচ) গোলে। মার্কোর (আসেন্সিও) গোলেও রেফারির সামনে লুকাস (ভাজকেজ) আমাকে ফাউল করেছিল, কিন্তু ভিডিও রেফারি গোলের সিদ্ধান্ত বহাল রেখেছেন। বড় দলগুলোর পক্ষেই ভিডিও রেফারির সিদ্ধান্ত যায়। কিন্তু যা হওয়ার হয়ে গেছে। আমরা এখন দ্বিতীয় লেগের কথা চিন্তা করছি। প্রথম লেগের মত ভয়ডরহীন খেলাই খেলতে হবে আমাদের। নিজেদের সেরাটা দিতে পারলে আমার বিশ্বাস, বার্নাব্যু বাধা টপকাতে পারব আমরা।'