• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    "রিয়াল-আয়াক্স ম্যাচে ভিএআর ‘নিখুঁতভাবেই’ কাজ করেছে"

    "রিয়াল-আয়াক্স ম্যাচে ভিএআর ‘নিখুঁতভাবেই’ কাজ করেছে"    

    কোচদের তুমুল দাবির মুখেই টুর্নামেন্টের মাঝপথে ভিএআর পদ্ধতি চালু করেছিল ইউয়েফা। চ্যাম্পিয়নস লিগে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির প্রথম সপ্তাহ শেষ হয়েছে বিতর্কের মধ্য দিয়েই। অনেক সমালোচনার পড়েও ইউয়েফা বলছে ভিন্ন কথা। সংস্থাটির প্রধান রেফারিং কর্মকর্তা রবার্তো রোসেত্তি মনে করেন, ভিএআর একদম ‘নিখুঁতভাবেই’ তার কাজ করেছে।

     

     

    আগামী মৌসুম থেকে চ্যাম্পিয়নস লিগে ভিএআর আনার কথা থাকলেও এবারের মৌসুমের দ্বিতীয় রাউন্ডেই আনা হয়েছে এই পদ্ধতি। ম্যানচেস্টার ইউনাইটেড-পিএসজি ও পোর্তো-রোমা ম্যাচে ভালোভাবেই উতরে গেছে ভিএআর। বিতর্কের শুরু আয়াক্স-রিয়াল মাদ্রিদ ম্যাচে। ভিএআরের সাহায্যে আয়াক্সের দুসান তাদিচের গোল বাতিল করেন রেফারি। এরপর মার্কো আসেন্সিওর গোল নিয়েও ছিল বিতর্ক। ম্যাচের পর আয়াক্সের ডি ইয়ং বলেছিলেন, ভিএআরের সুবিধা পাবে শুধু বড় ক্লাবগুলোই।

    রোসেত্তি অবশ্য মনে করেন, ভিএআর তার কাজ নিখুঁতভাবেই করেছে, ‘ভিএআরের ব্যবহার নিয়ে আমি সন্তুষ্ট। রেফারিরা কঠোর পরিশ্রম করেছেন, সঠিক সিদ্ধান্ত নিয়েছে গুরুত্বপূর্ণ মুহূর্তে। আর আয়াক্সের ওই বাতিল হওয়া গোল নিয়ে ম্যাচের পর আমরা কথা বলেছি। রেফারি ভিএআরের সাহায্য নিয়ে সঠিকভাবেই সেটা বাতিল করেছেন। আয়াক্সের ফুটবলার অফসাইড পজিশনেই ছিলেন।’

    আয়াক্সের গোল বাতিল করতে বেশ খানিকটা সময় নিয়েছিলেন রেফারি। এজন্য বিতর্কটাও একটু বেশিই হয়েছে। ভবিষ্যতে ভিএআরকে আরও গ্রহণযোগ্য করে তুলতে ইউয়েফার চেষ্টার কোনো কমতি থাকবে না, আশাবাদ রোসেত্তির, ‘রেফারি গোল বাতিলে কিছুটা সময় নিয়েছিলেন, কিন্তু সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এটাই গুরুত্বপূর্ণ ব্যাপার। তাড়াতাড়ি দেওয়া সিদ্ধান্তের চেয়ে নির্ভুল সিদ্ধান্ত ভালো। তিনি যে পরিস্থিতিতে সিদ্ধান্ত নিয়েছেন, সেটাও মাথায় রাখতে হবে। তবে আমরা চাই ভবিষ্যতে রেফারির এমন সিদ্ধান্তে গ্রহণযোগ্যতা আরো বাড়বে।’

    আয়াক্সের ফুটবলাররা হয়ত রোসেত্তির সাথে একমত হবেন না!